22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / বগুড়ায় একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে নুরুল ইসলাম একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন

বগুড়ায় একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে নুরুল ইসলাম একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন


এনবিএন ডেক্স: বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এবং ইউনিক কোচিং হোমের সৌজন্যে একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের আজকের চুড়ান্ত খেলায় মরহুম নূরুল ইসলাম একাদশ ৩৯ রানে শহীদ চান্দু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

বগুড়া সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় নুরুল ইসলাম একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের পক্ষে রমিত ৪৭, সৈকত ৩১, বাশার ১৬, তন্ময় ১৬ রান করেন। শহীদ চান্দুর বোলার ইমরান ৩টি এবং সাকিব ২টি উইকেট লাভ করে। জবাবে শহীদ চান্দু একাদশ ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান করে। দলের পক্ষে সৌমিক ২৩, ইমরান ২১ রান করে। নুরুল ইসলামের বোলার ফিরোজ ৪টি এবং উন্নত ২টি উইকেট লাভ করে। আম্পায়ার ছিলেন রেজা ও নোমান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার শফিউদ্দিন বাবু, ইউনিক কোচিং হোমের পরিচালক মোঃ তমছের আলী, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাফরুহা জোয়াইরা। একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমির কোচ খালেদ মাহমুদ রুবেল, মোঃ ফিরোজ ইসলাম ও সিরাজুল ইসলাম সাজু।

আরও পড়ুন...

নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …