21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর মান্দার শিংগাঁ-বালুকা মাদ্রাসা শত সমস্যা তথাপি শতভাগ পাশ

নওগাঁর মান্দার শিংগাঁ-বালুকা মাদ্রাসা শত সমস্যা তথাপি শতভাগ পাশ

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা উপজেলার শিংগাঁ-বালুকা ছালিহা দাখিল মাদ্রাসা শত সমস্যা মাথায় নিয়ে শত ভাগ পাশ করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। মাদ্রাসায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫২জন, তারমধ্য ১৯৬জন ছাত্রী। দেয়াল ও জানালা ভাংগা ঝুঁকিপূর্ন শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ না থাকায় কখনও গাছের তলায় কখন বারান্দায় মাটিতে বসে ক্লাশ করানো হয়। মাদ্রাসায় প্রাচীর না থাকায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। শ্রেনী কক্ষগুলোতে উপরে ছাদ না থাকায় রোদের তাপে ক্লাশ করা দূরুহ হয়ে উঠে ছাত্র-ছাত্রীদের। সাইন্স ল্যাব না থাকায় বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের অনেক বিষয় এখনও অজানা। অল্প বৃষ্টির পানিতে মাঠে পানি জমলে বিড়ম্বনার পড়তে হয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের । মাদ্রসা লাইব্রেরীতে পর্যাপ্ত বইপত্র না থাকায় জ্ঞানার্জনে বড় সমস্যা। বিষয়গুলো নিয়ে মাদ্রাসা সুপার আবু নোমান মোঃ শহিদুল্লাহ এ প্রতিবেদককে জানান সমস্যাগুলো জরুরী ভাবে সমাধান হলে এই শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরউত্তর আরও ভাল ফলাফল করবে। মাননীয় শিক্ষামন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামানা করেছেন এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রী-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও মাদ্রাসা সংশ্লিষ্টরা।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …