15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর উপর বাঁশের সেতুই এলাকাবাসীর এক মাত্র ভরসা!!

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর উপর বাঁশের সেতুই এলাকাবাসীর এক মাত্র ভরসা!!

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহাসিক শিবগঞ্জ হাট এলাকার আত্রাই নদীর দুইপ্রান্তে পাকা সংযোগ সড়ক থাকলেও এ নদীর উপর একটি ব্রিজ না থাকায় গত ৪৩ বছর ধরে বাঁশের তৈরি চাঁটাইয়ের সাঁকো দিয়ে প্রতিদিন কয়েকশ ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে শিবগঞ্জ বাজার। ওই বাজারে একটি স্বনামধন্য হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় আছে। যে স্কুলে পড়াশোনা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নদীর পশ্চিম পাশের কয়েকশ ছাত্র-ছাত্রী প্রতিদিন বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসে। ওই বাজার সংলগ্ন আত্রাই নদী। এ নদীর পশ্চিম পার নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চল খ্যাত নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা। ওই সব উপজেলা থেকে শিবগঞ্জ বাজারের উপর দিয়ে নওগাঁ জেলা শহরের সাথে পাকা সংযোগ সড়ক রয়েছে। তবে ওই সংযোগ সড়কের মাঝপথে আত্রাই নদীর উপর একটি ব্রিজ না থাকায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়নি। কিন্তু শিবগঞ্জ আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসলেও স্বাধীনতার ৪৩ বছরেও এ দাবি পূরণ হয়নি। ফলে ওই সব এলাকার হাজার হাজার মানুষ ওই নদীর উপর বাঁশের তৈরি চাঁটাইয়ের সাঁকো বানিয়ে পারাপার হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন, গত ৪৩ বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের দলের স্থানীয় সংসদ সদস্যসহ হেভিওয়েট নেতারা ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসলেও তাদের ওই প্রতিশ্রুতি এ পর্যন্ত পূরণ করতে পারেনি। এলাকাবাসী বর্তমান সরকারের কাছে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …