26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / আদমদীঘি খালের মুখে চলছে মাটি ও ছাই ভরাটের কাজ

আদমদীঘি খালের মুখে চলছে মাটি ও ছাই ভরাটের কাজ

এনবিএন ডেক্স: সান্তাহার-বগুড়া মহাসড়কের আদমদীঘির ফাইভ স্টার এ্যাগ্রো ফিড মিলের পশ্চিম পাশের একটি ব্রিজের নিচে খালের মুখে মাটি ও বয়লারের ছাই ফেলে ভরাট করায় ওই এলাকার প্রায় ৫শ’ বিঘা ফসলী জমি হুমকির মুখে পড়েছে। ফলে ক্ষতির আশঙ্কায় এলাকাবাসী আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
স্থানীয়রা জানায়, স্বাধীনতার অনেক আগে কৃষি কাজে ব্যবহৃত পানির প্রয়োজনে মহাসড়কের পশ্চিম সিংড়া নামক স্থানে সড়ক ও জনপথের জায়গায় একটি খাল খনন করা হয়। খালটি পশ্চিম সিংড়া গ্রামের বুক চিরে প্রবাহিত হয়ে সান্তাহার খাঁড়ির ব্রিজে গিয়ে মিলিত হয়েছে। এক সময় এই খালের পানি দিয়ে এলাকার কৃষকদের কৃষি চাষাবাদ ও মৎস্যজীবীরা খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে বিদ্যুৎ ও তেলচালিত সেচ যন্ত্রে চাষাবাদ হওয়ায় খালের কার্যকারিতা ঝিমিয়ে পড়েছে। এই সুবাদে এলাকার কতিপয় ব্যক্তি সরকারি জায়গায় ব্রিজের দক্ষিণ পাশে খালের মুখে মাটি ও বয়লারের ছাই ফেলে বাঁধ সৃষ্টি করে জায়গা নিজেদের দখলে নেয়ার চেষ্টা করছে। ব্রিজের মুখের খালে মাটি ও ছাই দিয়ে ভরাট করায় পাশের এলাকার প্রায় ৫ শতাধিক বিঘা ফসলি জমি সেচ সংকটসহ নানা অসুবিধার সম্মুখীন হয়ে হুমকির মুখে পড়বে। এলাকা জরুরিভাবে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে ভোক্তভুগী মহল দাবি করেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …