15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মহাদেবপুরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প আদিবাসীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে

নওগাঁর মহাদেবপুরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প আদিবাসীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে

এনবিএন ডেক্সঃ

দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউ,পি আদিবাসী পাড়া, খাজুর ইউ,পি আদিবাসী পাড়া, চেরাগপুর ও চান্দাশ ইউ,পি আদিবাসী পাড়ার অগভীর নলকূপ স্যালেন্ডার সহ প্রায় ১৮০ ফিট ) বিভিন্ন তৃনমূল এবং আদিবাসি পল্লীতে ১ বৎসরে মোট ১৬ টি প্রায় ১৮০ ফিট ডিপ সালেন্ডার এবং গোড়া পাকা করণ সহ অগভীর নলকুপ স্থাপন করা হয়।(১) সুলতানপুর পালপাড়া ১ টি (২) ফাজিলপুর পুকুরপাড়া ১ টি (৩) শিবগঞ্জ পাটনিপাড়া ১ টি (৪) এনায়েতপুর(গাউরা) ১ টি (৫) কুশা পুকুর ১ টি (৬) শালগ্রাম ১ টি (৭) হোসেনপুর ১ টি (৮) গোপালপুর নাপিতপাড়া ১ টি (৯) নাটশাল কবুপাড়া ১ টি (১০) খোসালপুর ১ টি (১১) সফাপুর ১ টি (১২) জিগাতলা ১ টি (১৩) নাটশাল আদিবাসি পাড়া ১ টি (১৪) আখেড়া ১ টি (১৫) এনায়েতপুর ১ টি (১৬) বিল মোহাম্মদপুর ১ টি অগভীর নলকূপ স্থাপন করা হয় । এতে করে সাধারণ মানুষ পুকুরের পানি পান করা থেকে বিরত থাকবে নওগাঁ জেলার আদিবাসীরা শিক্ষা , স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে অনেক পিছিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এধনের উদ্দ্যোগে সবাই বেশ খুশি, জলবায়ূ পরিবর্তনের কারণে পানির স্তর নীচে নেমে যাওয়ায় সাধারণ টিউবয়েল হইতে পানি পাওয়া যায় না । সেহেতু উক্ত অগভীর নলকূপ গুলি তৃনমূল পর্যায়ে আদিবাসী জনগোষ্ঠীকে বিশুদ্ধ পানি সরবরাহে যথেষ্ঠ সহয়তা করছে। নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবয়নের ফলে আদিবাসী জনগোষ্ঠি পানি বাহিত রোগ হতে রক্ষা পেয়েছে । গণমানুষের কথা পত্রিকার সম্পাদক মোঃ আককাস আলী প্রকল্পটি পরিদর্শন করে বলেন, যেহেতু খরা মৌসুমে সাধারণ টিউবয়েল ব্যবহার করা যায় না তাই এই অগভীর নলকূপ গুলো খুবই জরুরী কারণ এখানকার জনগন স্বাস্থ্য সচেতন নয় তারা পুকুর,খাল,বিল ,ইত্যাদির পানি পান করে তাই তারা ঘন ঘন ডাইরিয়া সহ নানা ধরণের পানি বাহিত অসুখে পড়ে । মহাদেবপুর উপজেলার প্রতন্ত এলাকার গ্রাম গুলোর মানুষ আর্থিক ভাবে সবলম্বী নয়। তাদের অগভীর নলকূপ স্থাপনের সামর্থ্য নেই। তাই বাংলাদেশ এজিও ফাউন্ডেশন কে এ প্রকল্প চালু রাখার জন্য অনুরোধ করেন। আরো উপস্থিত ছিলেন বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ হারুন-অর রশিদ বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ এরশাদ আলী।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …