7 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / সাকিবেই কলকাতার জয়

সাকিবেই কলকাতার জয়

 স্পোর্টস ডেস্ক :
চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে আবারও কলকাতাকে জেতালেন সাকিব আল হাসান। ৪ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন তিনি। আক্রমণাত্মক ইনিংস খেলে দুই ওভার বাকি থাকতেই স্বাগতিকদের জয় এনে দেন সাকিব। কলকাতার ইডেন গার্ডেনে মঙ্গলবার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়। ইনিংসটি সাকিবের জন্য আরও কঠিন হয়ে যেত, যদি ওপেনিংয়ে রবিন উথাপ্পা ৩৯ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ রান না করতেন। ওপেনিং জুটিতে রবিন উথাপ্পার সঙ্গে ৭ ওভারে ৬৪ রানের জুটি গড়ার পর গৌতম গম্ভীরের (২১) উইকেটের পতন ঘটে। তখন দলীয় রান ১ উইকেটে ৯৮। এর পর মাঠে আসেন মনিশ পা ে। কিন্তু মনিশ পা ের সঙ্গে রবিন উথাপ্পার জুটি বেশিক্ষণ টেকেনি। রবিন উথাপ্পা আউট হয়ে যাওয়ার পর সাকিবের সঙ্গে ৩৮ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়েন মনিশ পা ে (অপরাজিত ১৮)। চেন্নাইয়ের ছুড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পেঁৗছে যায় সাকিবের কলকাতা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার ৬৫, ব্রেন্ডন ম্যাককালামের ২৮, ফাফ ডু প্লেসিসের ২৩ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ২১ রানের সুবাদে স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৫৫ রান জমা করেছিল চেন্নাই সুপার কিংস। কলকাতার পক্ষে সুনীল নারায়ণ, প্যাট কামিন্স ও পীযুষ চাওলা একটি করে উইকেট নেন। ৪ ওভার বল করে ৩০ রান দেন সাকিব। এ জয়ের ফলে ১২ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। রান রেটে তাদের চেয়ে এগিয়ে তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাইয়ের এটি চতুর্থ হার। বরাবরের মতো প্রথম অবস্থানে রয়েছে পাঞ্জাব।

আরও পড়ুন...

নওগাঁয় তারুন্যের উৎসবে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধিঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় …