15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ৮৭৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক!!

নওগাঁয় ৮৭৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর বাই-পাস সড়কে ৮৭৫ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দুপূর ১২ টার দিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ঢাকা মেট্টো ড ১১-১৭৩৩ নম্বর ১টি ট্রাক সড়ক পথে ঢাকার দিকে যাচ্ছিল। এমন সময় নওগাঁ বাই-পাস সড়কের বরুনকান্দি নামক স্থানে ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাক চালককে গাড়ী থামানোর সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত গতিতে চলতে লাগলে থানার এসআই হায়দার আলী ধাওয়া করে। চালক কয়েক কিলোমিটার এসে নওগাঁ বাইপাস সড়কের বোয়ালিয়া নামক স্থানে ট্রাকটি থামিয়ে দ্রুত মাঠ দিয়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে ট্রাকটি থেকে ৪ টি বস্তায় ৮৭৫ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ আফজাল পরিদর্শণ করেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …