20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / চলচ্চিত্রে আগ্রহী মিথিলা

চলচ্চিত্রে আগ্রহী মিথিলা

বিনোদন রিপোর্ট :
জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী রাফিয়াত রশীদ মিথিলা চলচ্চিত্র দারুণ পছন্দ করেন। সে কারণে বড় পর্দায়ও তার কাজ করার ইচ্ছা রয়েছে। এতদিন বিজ্ঞাপনচিত্র ও নাটক-টেলিছবিতে কাজ করে বেশ পরিপক্কতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা এবার বড় পর্দায় কাজে লাগাতে চান। তবে অবশ্যই তা ভালো মানের ছবি হতে হবে। মিথিলা একজন দায়িত্বশীল মা ও চাকরিজীবী নারীও। বর্তমানে ব্র্যাক এনজিওতে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত রয়েছেন তিনি। চাকরি ও একমাত্র মেয়ে আইরাকে নিয়েই তার বেশির ভাগ সময় কাটে। তাই বর্তমানে নাটকে খুবই কম অভিনয় করছেন। সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত ঈদের নাটক ‘আয়নামহলে আয়না’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘চাকরি এবং মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় শুধু ভালো গল্প পেলে নাটকে কাজ করার সম্মতি দিচ্ছি।’ ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে কি না- জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমাকে প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। হ্যাঁ, ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে আমার। তবে কিছু শর্ত আছে। প্রথমত, ছবির কাহিনি ও চিত্রনাট্য অনেক ভালো হতে হবে, যা পড়ার পর আমার পছন্দ হবে। দ্বিতীয়ত, ভালো পরিচালক ছাড়া ছবিতে অভিনয় করার ইচ্ছা নেই। ভালো ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে প্রয়োজনে অফিস থেকে ছুটি নেব।’ মিথিলা বড় পর্দায় অভিনয় না করলেও ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে গান লেখার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। বর্তমানে মেরিল বেবি লোশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন জনপ্রিয় এ তারকা। মিথিলা ২০০৪ সালে ক্লোজ-আপের বিজ্ঞাপনচিত্রে কাজ করে ব্যাপক পরিচিতি পান। এর দুই বছর পর রেদওয়ান রনি পরিচালিত ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সংগীতশিল্পী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …