21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / ক্ষমা চেয়ে নতুন নির্বাচন দেয়ার আহ্বান কেজরিওয়ালের

ক্ষমা চেয়ে নতুন নির্বাচন দেয়ার আহ্বান কেজরিওয়ালের

এনবিএন ডেক্স: ভারতীয় আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেয়ার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি তিনি দিলি্লতে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি জনগণের কাছে মাঝ পথেই ইস্তফা দেয়ার জন্য ক্ষমা চাই। আমি তাদের কাছে আমাদের ক্ষমা করে দিয়ে আর একবার সুযোগ দেয়ার আহ্বান জানাই। দিলি্লতে কেজরিওয়ালের বাসভবনে আম আদমির বিধানসভার সদস্যদের নিয়ে এক বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার কেজরিওয়াল দিলি্লর উপ রাজ্যপাল নাজিব জং-এর প্রতি দিলি্লর বিধান সভা ভেঙে না দেয়ার আহ্বান জানিয়ে এক সপ্তার সময় চান। এই সময়ের মাঝে তার দল জনগণের কাছে পুনর্বার সরকার গঠন করার ব্যাপারে মতামত চাইবেন। কিন্তু তার একদিন পর বুধবার তিনি ঘোষণা দেন, আমরা এ ব্যাপারে আলোচনা করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের সরকার গঠন উপেক্ষিত হতে পারে। আর সেকারণেই কোন সদুপদেশ নয়, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।” কেজরিওয়াল বলেন, জনগণ আমাদের ওপর ক্ষিপ্ত কারণ তারা মনে করছে আমরা পালিয়ে গেছি। জনগণ জানিয়েছে, আমি একবার ভুল করেছি, আবারও ভুল করা আমার ঠিক হবে না। এরআগে ২০১৩ সালের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত দিলি্লর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেলেও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল এএপি। পুনরায় তারা কংগ্রেসের সমর্থনে দিলি্লর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করেছিল। কিন্তু এবার মুখ ফিরিয়ে নেয় কংগ্রেস। ফলে নতুন নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ৪৩০টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৪টি আসনে জয় লাভ করেছে। জাতীয় নির্বাচনে এই হতাশাজনক ফলাফলের পর দলটি পুনরায় দিলি্লর ক্ষমতায় যাওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে। এমন কি লোকসভায় দিলি্লর ৭টি আসনের মধ্যে একটি আসনেও আম আদমি পার্টি জয় পায়নি। সবগুলো আসনই গেছে ভারতীয় জনতা পাটির্র (বিজেপি) দখলে। অথচ এই দিলি্লতেই তাদের রাজনীতির বিস্ময়কর উত্থান ঘটেছিল কয়েক মাস আগেই। দিলি্লর বিধানসভার ৭০ আসনের মধ্যে কেজরিওয়ালের আম আদমি পার্টি ২৮টি আসনে জয় পেয়েছিল। ৮ আসনে জয়ী কংগ্রেসের সমর্থনে ২০১৩ সালের ডিসেম্বরে সরকার গঠন করে এএপি। কিন্তু দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে পদত্যাগ করেন কেজরিওয়াল। কংগ্রেস ও বিজেপির সদস্যদের তীব্র বিরোধিতায় বিলটি বিধানসভায় তুলতে ব্যর্থ হন তিনি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে আসার এক বছরের মাথায় বিধানসভা নির্বাচনে জয় লাভ করে গত ২৮ ডিসেম্বর দিলি্লতে সরকার গঠন করেছিল আম আদমি পার্টি (এএপি)। গান্ধিবাদী সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের পথ ধরে ২০১২ সালের ১৫ নভেম্বর আম আদমি পার্টি গঠন করেন কেজরিওয়াল।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …