8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / বার্সার নতুন কোচ এনরিক মেসির চুক্তি স্বাক্ষর

বার্সার নতুন কোচ এনরিক মেসির চুক্তি স্বাক্ষর

এনবিএন ডেক্স: 
লা লিগা মৌসুম সমপ্রতি শেষ হয়েছে। ৬ বছরের মধ্যে এই প্রথম বার্সেলোনা কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে। তাই রদবদল শুরু হয়েছে। জেরার্ডো মার্টিনোর অধ্যায় শেষ। নতুন কোচ অচেনা কেউ নন, সেল্টা ভিগোর দায়িত্ব ছেড়ে এসেছেন। তার চেয়ে বড় পরিচয় তিনি বার্সেলোনার সাবেক অধিনায়ক। ৪৪ বছর বয়সী লুইস এনরিক বার্সেলোনার নতুন কোচ হয়েছেন। ন্যু ক্যাম্পে সুদিন ফিরিয়ে আনার দায়িত্ব এখন তার। এদিকে লিওনেল মেসি সোমবার নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। ২০১৮ সালের জুনে তার নতুন চুক্তির মেয়াদ শেষ হবে। মেসির বার্ষিক পারিশ্রমিক ২০ মিলিয়ন ইউরো। স্পেনের সাবেক খেলোয়াড় এনরিক। কোচিংয়ে অবশ্য খুব বেশি অভিজ্ঞতা তার নেই। তবে খেলোয়াড়ি জীবনে অনেক অর্জন রয়েছে। বার্সেলোনার ‘বি’ দল সামলেছেন। এরপর রোমা ও সেল্টা ভিগোর পর বার্সার মূল দল সামলানোর দায়িত্ব পেয়েছেন। লা লিগা শিরোপা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হাতছাড়া হওয়ার পরই জেরার্ডো মার্টিনো চলে যাচ্ছেন নিশ্চিত হয়েই গিয়েছিল। আর এনরিক আসছেন এটাও প্রায় নিশ্চিত ছিল। কিন্তু সোমবার পুরোপুরি নিশ্চিত হওয়া গেল। এদিকে ৪ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। উল্লেখ্য, রোনালদোর বার্ষিক পারিশ্রমিক ১৮ মিলিয়ন ইউরো। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মেসি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে শিরোপা ছাড়া মৌসুম গিয়েছে এ জন্য ‘স্যরি’ বলেছেন ভক্তদের।

আরও পড়ুন...

নওগাঁয় তারুন্যের উৎসবে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধিঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় …