7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশীর মৃত্যু

সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশীর মৃত্যু

এনবিএন ডেক্স: বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের ‘পিটুনিতে’ এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে পুটখালীর ওপারে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনায় নিহত সিরাজুল ইসলাম (৪০) যশোরের ঝিকরগাছার কায়েমকোলা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। নিহতের সঙ্গী জালাল উদ্দিন ও তার স্বজনরা জানান, সিরাজ ও কয়েকজন ব্যবসায়ী রোববার গভীর রাতে ভারত থেকে গরু নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ধরা পড়েন। জালাল বলেন, বিএসএফ সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে হত্যার পর লাশ সীমান্তে ফেলে রাখে। বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পুটখালী সীমান্তে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে। খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …