7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে

বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে

 স্পোর্টস রিপোর্টার :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। ২ বছরের জন্য ক্রিকেট দলের কোচ হয়েছেন এই শ্রীলঙ্কান। কোচ শেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। জুলাই থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা তার। তবে আনুষ্ঠানিকতার জন্য তিনি ১০ জুনের মধ্যেই বাংলাদেশ আসবেন। এর আগে কোচ হিসেবে সর্বোচ্চ বেতন পেতেন রিচার্ড পাইবাস। এবার তাকেও ছাড়িয়ে গেছেন চন্দিকা হাথুরুসিংহে।
গতকাল বেক্সিমকো ভবনে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী জুলাই থেকে ২ বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। সামনে ভারত সিরিজ আছে তাই তার সঙ্গে কথা হয়েছে, তাতে আমরা আশা করতে পারি আগামী ১০ জুনের মধ্যে তার বাংলাদেশে চলে আসার বিষয়টিও। হাথুরুসিংহে ছাড়াও বোর্ডের কাছে আরও বিকল্প কোচ ছিল। তবুও কেন হাথুরুসিংহেকেই নিয়োগ দেওয়া হল। এমন প্রশ্ন হওয়ার আগে নিজেই জবাব দিয়েছেন বিসিবি সভাপতি, হাথুরুসিংহে ছাড়াও আমাদের কাছে বিকল্প ছিল। আমরা মনে করছি আমাদের জন্য সবচেয়ে ভালো হতে পারেন হাথুরুসিংহে। ২টি কারণে আমরা তাকে নির্বাচিত করেছি। একটি কারণ হল উপমহাদেশের উইকেট সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। সে কাজ করেছেন অনেকদিন। বেশকিছু দিন ধরে সে অস্ট্রেলিয়াতেও কাজ করছেন। সামনে বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে, সেখানে এই কম্বিনেশন আমাদের জন্য ভালো হবে। এজন্য তাকেই আমরা চূড়ান্ত করেছি। কোচের বেতন কত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বিকল্প যারা ছিল তাদের চেয়ে কম। তবে এখন এমাউন্ট কত তা বলতে পারলাম না। এটা খুব বেশি না। এর আগে যা ছিল তার চেয়ে এক-দুই হাজার বেশি হতে পারে। প্রধান কোচ ছাড়া কন্ডিশনিং কোচের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হেড কোচের পাশাপাশি কন্ডিশনিং কোচও শ্রীলঙ্কান আরো একজন নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে নাজমুল হাসান বলেছেন, আমরা কন্ডিশনিং কোচ হিসেবে মারিও ভিলাভারায়েনকে নিয়োগ করেছি। তার চুক্তিও হবে ২ বছরের। আশা করছি ৫-৬ তারিখের মধ্যে মারিও চলে আসবেন। এ ২টি বিষয়ই এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি। মারিও সম্পর্কে নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা জানা মতে সে শ্রীলঙ্কান ডেভেলপমেন্ট দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কাজ করেছে। এ ছাড়া ২০১১ থেকে এখন পর্যন্ত তিনি শ্রীলঙ্কান স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্বরত। প্রধান কোচ এবং কন্ডিশনিং কোচ নিয়োগ হলে এখন বিশেষজ্ঞ কোচের বিষয়ে বেশি দূর এগুতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি স্বীকার করেছেন বিসিবি সভাপতি নিজেই, বলেছেন, আমরা বিশেষজ্ঞ কোচ খুঁজছি। বিশেষ করে পেস বোলিং, স্পিন, ফিল্ডিং এমনকি ব্যাটিংয়ের জন্য কোচ খুঁজছি। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু এখনও কিছু ফাইনাল হয়নি। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় না, সবাইকে ভারত সিরিজের আগেই পেয়ে যাব। আমরা যোগাযোগ করছি কথা বলছি। এখনই না পাওয়ার কারণ সম্পর্কে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অনেকের টাইমিং নিয়ে সমস্যা আছে। কারণ এদেরতো ফুল টাইম নিয়োগ দেওয়া হবে না। বছরে কতদিন কাজ করবে, কোন কোন সময় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের জানাতে পারব। তবে স্পিন নিয়ে আমরা এখনও কারও সঙ্গে কথা বলতে পারিনি ওইভাবে। তা আমরা চেষ্টা করছি। কিন্তু পেস বোলিং নিয়ে কথা হচ্ছে। ফিল্ডি নিয়ে কথা হচ্ছে, সঙ্গে ব্যাটিং নিয়েও। কারা কারা বিশেষজ্ঞ কোচের তালিকায় আছে তাদের নামগুলো জানানো যাবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেছেন, নামটা এখনই জানাতে পারব না। আমরা যেহেতু খুব একটা এগিয়ে যাইনি । তাই এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। বাকি কোচগুলো নিয়োগে বিষয়ে প্রধান কোচের মতামত নিয়েছেন। তারও একটা পছন্দ থাকতে পারে। এমন প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, তার সঙ্গে আলাপ করা হবে যদি এর মধ্যে কেউ বাকি থাকে। যদি কাউকে আমরা নিয়ে ফেলি তাহলে তো আর সুযোগ নেই। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন। বিশেষজ্ঞ বোলিং কোচ কে হবেন তাকে একটু ধারনা দেওয়া হয়েছে। এটা যখন ফাইনাল হবে, পরে আপনাদের জানাতে পারব। ভারত সিরিজের আগে বোলিং কোচ নেয়া হবে কিনা এমন প্রশ্নে বলেন, আমরা চেষ্টা করছি ভারত সিরিজের আগে বোলিং কোচ নিয়ে নেয়ার। আমাদের মূল লক্ষ্যটা কিন্তু বিশ্বকাপ। আর স্পিন আমরা ওই ভাবে কারো সঙ্গে কথা বলতে পারিনি। অনেকের কাছে থেকে আশ্বাস পেয়েছি। এখনো ঠিক করা হয়নি। এখনও চেষ্টা করে যাচ্ছি। ২০০৯ সালে ট্রেভর বেলিসের অধীনে শ্রীলঙ্কান জাতীয় দলের সহকারী কোচের পদটিতে ভূমিকা রেখেছিলেন ৪৫ বছর বয়সী। তবে পরের বছরই শৃঙ্খলা ভাঙার অভিযোগে বহিষ্কৃত হন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে গত ওয়ানডে বিশ্বকাপে কানাডার কোচিং উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। ওই বছরই বিশ্বকাপ শেষে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে দুবছরের চুক্তিতে যোগ দেন। তবে ২০১২-১৩ মৌসুমের মাঝামাঝিতে সিনিয়র কোচ অ্যান্থনি স্টুয়ার্ট বরখাস্ত হলে বাকি মৌসুমের জন্য থান্ডার্সের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন এই লঙ্কান। এ ছাড়া ২০০৫ সালে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচ, ৩ বছরের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …