এনবিএন ডেক্স: নাটকের নাম ‘একটি অনাকাঙ্খিত প্রেমের গল্প’। এটি রচনা করেছেন সজল আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন বি ইউ শুভ। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। দুই বন্ধু সাদিক এবং রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আন্নার। একসময় বিষয়টি দু’জনের কাছেই স্পষ্ট হয়ে যায়। কী করবেন বান্না? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘একটি অনাকাঙ্খিত প্রেমের গল্প’নাটকটি। কেমন লাগলো নাটকটিতে অভিনয় করতে? জবাবে মেহ্জাবীন চৌধুরী বলেন ,’ এমন গল্পে আগে কখনোই অভিনয় করা হয়ে উঠেনি আমার। রাতুল কিংবা সাদিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে নিয়ে অভিনয় করে যাওয়াটা একটু কঠিনই বৈকি। তবে আমি আগের চেয়ে অভিনয়ে আরো বেশি মনোযাগী হবার চেষ্টা করছি। অভিনয়ে নিজেকে অনেকদূর এগিযে নিয়ে যেতে চাই। কারণ নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার প্রবল ইচ্ছে আমার। ‘ এ নাটকে মেহ্জাবীনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো ও জনি। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত বি ইউ শুভ পরিচালিত ‘একটি অনাকাঙ্খিত প্রেমের গল্প’ নাটকটি আসছে ঈদে প্রচার হবে। এর আগে মেহ্জাবীন চৌধুরী আফরান নিশোর সঙ্গে সর্বশেষ দীন মোহাম্মদ মন্টু পরিচালিত ‘গোল্লাছুট’ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এই নাটকটিও আসছে ঈদে প্রচার হবে। নাটকে অভিনয়ের ক্ষেত্রে মেহ্জাবীন চৌধুরী একটি বিষয় খুব মেনে চলার চেষ্টা করেন। আর তা হলো খুব বেশিদিন আগে নাটকে অভিনয়ের জন্য তিনি সিডিউল দেন না। কারণ হিসেবে তিনি বলেন ,’ আগামীকাল মানুষের জীবনে কী হয় তা নিশ্চিত করে কেউই বলতে পারেনা। তাই খুব কাছাকাছি সময়েই আমি যেকোন কাজের সিডিউল দেয়ার চেষ্টা করি। ‘ এদিকে মেহ্জাবীন সর্বশেষ আদনান আল রাজীবের নির্দেশনায় ‘গ্ল্যাক্সোজ-ডি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ‘লাক্স চ্যানেল আই’র প্রমোশনাল বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি অমিতাভ রেজার নির্দেশনায়। মেহ্জাবীন খ- নাটকে অভিনয় করলে ধারাবাহিক নাটকে তাকে অভিনয় করতে দেখা যায়না।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …