7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পোরশায় শিশুপার্কের বেহাল অবস্থা

নওগাঁর পোরশায় শিশুপার্কের বেহাল অবস্থা

এনবিএন ডেক্স: নওগাঁর পোরশা উপজেলাজুড়ে একটি মাত্র শিশু পার্ক। পার্কটির এখন বেহাল অবস্থা। দু’যুগ চলে গেলেও নেয়া হয়নি সংস্কারের উদ্যোগ। পোরশা উপজেলায় শিশুদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। শুধু বিনোদন নয়, এ উপজেলায় পৌরসভা নেই, নেই ভাল কোন রাস্থা, নেই লেখাপড়া করার মত ভাল পরিবেশ। অনেক গ্রামে এখনও আসেনি বিদ্যুৎসহ অন্যান্য সুযোগ সুবিধা। ফলে ডিজিটাল বাংলাদেশ ও বিশ্বায়নের সব ধরনের সুযোগ সুবিধা থেকে পিছিয়ে পড়ছে এ উপজেলার শিশু কিশোররা। এ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা করার মত মাঠ নেই। যেসকল প্রতিষ্ঠানে মাঠ রয়েছে সেগুলোতে আবার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন সু-ব্যবস্থা নেই। নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ সকল অনুষ্ঠানের ৫-৬ দিন আগে থেকে নামমাত্র অনুশীলন করিয়ে কোন রকম ক্রীড়া প্রতিযোগিতার নিয়ম রক্ষা করা হয়ে থাকে। বছরের অন্যান্য সময়ে খেলাধুলার খোঁজ খবর থাকে না। উপজেলা সদরে প্রায় দু’যুগ পূর্বে সরকারিভাবে নির্মাণ করা হয় একটি শিশু পার্ক। এরশাদ সরকারের সময় তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার হাফিজার রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছিল ঐ পার্কটি। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার আবাসিক এলাকার মাঝে মনোরম পরিবেশে শিশু পার্কটি অবস্থিত। বর্তমানে পার্কটির বেহাল অবস্থা। গত দু’যুগ পার হলেও কোন সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি পার্কটির। খেলাধুলার সকল ধরনের যন্ত্রপাতি চুরি হয়ে গেছে অনেক আগেই। শুধুমাত্র কয়েকটি দোলনার খুঁটি ছাড়া এখন আর কিছুই নেই এ পার্কে। নেই বাউন্ডারি ওয়াল। বর্তমানে পার্কটিতে প্রতিদিন গরু ছাগল বেঁধে রেখে ঘাস খাওয়াচ্ছেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম বলেন, পার্কটি সংস্কারের ব্যাপারে সরকারি বা প্রশাসনিকভাবে নির্দেশনা পেলে আমরা সংস্কার করতে পারব। তবে শিশুপার্কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট মহল ও প্রশাসন নজর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপজেলাবাসী মনে করেন।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …