হত্যাচেষ্টা ঘটনায় ১২ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শেখ শরিফুজ্জামান মন্টুর স্ত্রী সাবেক ইউপি সদস্যা মোছাঃ ফেরদৌসী জেলী বাদি হয়ে গত ১০ মে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামীদের অব্যাহত হুমকি-ধামকিতে বাদিনী ও তার পরিবারের সদস্যরা চরম নিরত্তাহীনতায় ভূগছেন। এদিকে উক্ত মামলায় ২ জন আসামী গ্রেফতার হলেও প্রধান আসামীসহ অন্যান্য আসামীরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে বলে বাদিনী সাংবাদিকদের জানান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাগুড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্যা মোছাঃ ফেরদৌসী জেলীর স্বামী শেখ শরিফুজ্জামান মন্টু (৫৫) গত ৭ মে সকাল ৯ টায় বাড়ির পূর্ব পার্শ্বে পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ কাজ করছিল। ওই সময় পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের খাজা মহিউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম লালু (২৫), রেজাউল করিম (৪৫), মিজানুর রহমান (৪০), রফিকুল ইসলাম কালু (২৭), সাহেদুর রহমান ধলু (২৩), কোরবান আলী (১৮), মোছাঃ তানজিমা টুনি (২৮), মৃত মজিবরের ছেলে খাজা মহিউদ্দিন (৬৫), খাজা মহিউদ্দিনের স্ত্রী রজিফা বিবি (৫৮), রেজাউল করিমের স্ত্রী রোজিনা বেগম (৩৫), মিজানুর রহমানের স্ত্রী মৌসুমী (৩০) ও রাণীনগরের পশ্চিম বালুভরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী তসলিমা খাতুনসহ (৩০) অজ্ঞাতনামা আরো ৫/৭ জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শরিফুজ্জামান মন্টুকে হত্যার উদ্দেশ্যে বেধর মারপিটসহ কোদাল দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা ভিকটিমকে অচেতন অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ভিকটিমের স্ত্রী ফেরদৌসী জেলী জানান, ২ জন আসামী গ্রেফতার হলেও প্রধান ও অন্যান্য আসামীরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং তাকেসহ তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি-ধামকি দিচ্ছে। মামলা উঠিয়ে না নিলে তাকেসহ তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেওয় হচ্ছে। তিনি আরো জানান, আসামীদের অব্যাহত হুমকি-ধামকিতে তিনিসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, মামলার আসামীদের মধ্যে দু’জন কাষ্টরিতে আর বাকি নয় জন জামিনে আছে। তবে প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। #
Home / ক্রাইম নিউজ / আত্রাইয়ে মন্টু হত্য চেষ্টার মামলা গ্রেফতার- ২ প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় বাদিনী এখন নিরাপত্তাহীনতায় ভূগছে এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাইয়ে শেখ শরিফুজ্জামান মন্টু
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …