21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / হরিপুরে স্কুল ছাত্রী অপহরণের ২৪ দিনেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ

হরিপুরে স্কুল ছাত্রী অপহরণের ২৪ দিনেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন থেকে ইয়াসমিন (১৫) নামে এক ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরণের ২৪ দিন পেড়িয়ে গেলেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি হরিপুর থানা পুলিশ।
অপহৃত ইয়াসমিনের বাবা ইয়াকুব আলী জানান, ২৯/০৪/২০১২ ইং তারিখে আমার কন্যা স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৪ টার সময় কাঠালডাঙ্গী বাজার সংলগ্ন কোচিং সেন্টারে যাওয়ার সময় পথিমধ্যে তে-মাথা নামক স্থানে উপজেলার টেংরিয়া (ফাজিলপুর) গ্রামের ফজলুর রহমানের বখাটে ছেলে মুরাদ রানা (২২) তার সঙ্গীয় ৮-১০ জনকে সঙ্গে নিয়ে আমার স্কুল পড়-য়া কন্যা ইয়াসমিনকে জোর পূর্বক করে মটর-সাইকেল যোগে তুলে নিয়ে পালিয়ে যাই। আমি লোক মুখে শুনতে পেয়ে বিষয়টি মুরাদসহ তার সঙ্গীয় ব্যক্তিদের অভিভাবকমহলকে অবহিত করি, তারা আমার কন্যাকে ফেরত দিবে বলে আজ-কাল করে সময়ের কালক্ষেপন করতে থাকে। সময়ের কালক্ষেপন দেখে তাদের আশ্বাসে আমার সন্দেহ সৃষ্টি হলে আমার মেয়েকে উদ্ধার করার জন্য গত মাসের ৭ তারিখে মুরাদসহ ১০ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় একটি অপহরণ মামলা করি। কিন’ হরিপুর থানার পুলিশ আজোবধি স্কুল পড়-য়া কন্যা উদ্ধার করতে না পারায় আমিসহ আমার পরিবারের লোকজন চরম আতংকে ভুগছি। মামলার তদন-কারী কর্মকর্তা হরিপুর থানার এসআই রনজু আহম্মেদ বলেন, মামলার বিভিন্ন প্রকার আলামত ও তথ্য-উপাত্ত্য সংগ্রহ করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। জানাযায়, অপহৃত স্কুলছাত্রী উপজেলার ভাতুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গত ০৭/০৫/২০১২ ইং তারিখে ইয়াসমিনের বাবা ইয়াকুব আলী ১০ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় একটি অপহরণ মামলা করে বলে থানা সুত্রে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …