19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর পত্নীতলায় পাষন্ড স্বামীর দেয়া এসিডে স্ত্রীর মুখ মন্ডল ও শরীর ঝলসে দিয়েছে।

নওগাঁর পত্নীতলায় পাষন্ড স্বামীর দেয়া এসিডে স্ত্রীর মুখ মন্ডল ও শরীর ঝলসে দিয়েছে।

এনবিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার চকদুর্গায়াম গ্রামে সোমবার রাত আনুঃ ২টায় সময় শয়ন কক্ষে ঘুমন- অবস্থায় স্বামী তার স্ত্রীর মুখে ওড়না দিয়ে মুখমন্ডল সহ শরীর এসিড দিয়ে ঝলসে দিয়ে পালিয়ে গেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার চকদুর্গায়াম গ্রামের মোকসেদুল হোসেনের কলেজ পড়-য়া কন্যা শামিমা আক্তার (১৯) কে ৮/৯ মাস পূর্বে এক হলুদ ব্যবসায়ী নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের হুমায়ন কবিরের পুত্র শহিদুল ইসলাম (২৫) এর সাথে বিয়ে হয়। এ অবস’ায় কলেজ পড়-য়া সুন্দরী স্ত্রীর সাথে শহিদুলের নানা সন্দেহ নিয়ে বাকবিতন্ডা হয়। গত এক সপ্তাহ পূর্বে শহিদুল শুশুরের কাছ থেকে কিছু টাকা-পয়সা নিয়ে তার বাড়ীতে যায়। বাড়ী থেকে ফিরে আবারো তার স্ত্রীর সাথে বাকবিন্ডা হয়। রবিবার রাতে খাবার শেষে শহিদুল ও তার স্ত্রী শামিমা চকদুর্গায়াম শুশুড় বাড়ীতে শয়ন ঘরে ঘুমাতে যায়। এ অবস’ায় রাত আনুঃ ২টায় শহিদুল তার স্ত্রীর মুখে ওড়না গুজিয়ে দিয়ে মুখমন্ডল সহ বুক থেকে তলপেট পর্যন্ত এসিড ঢেলে দিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। এ সময় শামিমার চিৎকারে তার বাবা মা সহ প্রতিবেশীরা ছুটে এসে তার এ অবস্থা দেখে দ্রুত পত্নীতলা সদর হাসপাতালে নিয়ে আসে এবং থানায় খবর দেয়। এ সময় হাসপাতালে পত্নীতলা থানা পুলিশ সহ ব্রাকের প্রতিনিধি, পল্লীশ্রীর প্রতিনিধি, পত্নীতলা চেঞ্জমেকারের সদস্যরা শামীমাকে দেখতে যান। হাসপাতালে শামীমার অবস্থা গুরুত্বর হওয়ায় ব্রাক কর্তৃপক্ষ তাদের দায়িত্বে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়। এ ব্যাপারে শামীমার বাবা মোকসেদুল বাদী হয়ে এসিড নিয়ন্ত্রন আইনে শহিদুলকে আসামী করে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। শামীমা নজিপুর মহিলা কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষে পড়াশুনা করে। এ সময় পত্নীতলা সার্কেল-এ.এস.পি- শাহ্‌জাহান মিঞা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ- আবুল কালাম আজাদ, এস.আই- সাইফুল ইসলাম এর সাথে ব্রাক এরিয়া ম্যানেজার- জিয়াউর রহমান, জয়পুরহাটের রিজিওনাল অফিসার- কাজী মনিরুল ইসলাম পল্লীশ্রীর প্রতিনিধি গুলজার রহমান সহ অন্যান্যরা ঘটনাস’ল পরিদর্শন করেন। তবে স্বামী শহিদুল ইসলামকে পুলিশ আটক করতে সক্ষম হয়নি বলে জানা গেছে।#

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …