22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / ভাণ্ডারিয়া হাসপাতালে এম্বুলেন্স ড্রাইভার না থাকায়

ভাণ্ডারিয়া হাসপাতালে এম্বুলেন্স ড্রাইভার না থাকায়

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্যকম্পেক্রে দীর্ঘদিন এম্বুলেন্স ড্রাইভার না থাকায় রোগীদের দূর্ভোগ চরমে। ভাণ্ডারিয়ার সাথে যোগাযোগ ব্যাবস্থা ভালো থাকায় ভাণ্ডারিয়ার প্রায় দের লক্ষাধিক মানুষের বসবাস তা ছাড়া পার্স্ববর্তি রাজাপুর,কাঠালিয়া,মঠবারিয়া সহ বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে এসে অনেক সময় জরুরী রোগীদের পরতে হয় চরম বিপদে। বর্তমানে গরমের তিব্রতা বৃদ্ধিপাওয়ায় শিশু-বয়স্ক দের ডায়রিয়া,আত্মহত্যার চেষ্টা ছাড়াও প্রতিদিন বারছে মারামারি রোগীর সংখ্যা। মারামারির রোগীদের মধ্যে এমন রোগিও আসে যাদের তাৎক্ষনিক বরিশালে প্রেরন করতে হয় সেখান থেকেও ওই রোগীকে রাজধানী ঢাকায় প্রেরন করতে হয় বলে কর্তব্যরত চিকিসৎ বৃন্দ জানান। এ রকম অবস’ায় গত ১৪মে উপজেলার নদমুলা ইউনিয়নের চড়খালী এলাকার জনৈক ইউনুচ নামে এক ব্যাক্তি ভাই ভাই মারামারি করে ওইদিন সন্ধ্যায় তাকে (ইউনুচ) ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা হাস পাতালে প্রেরণ করা হয়। এম্বুলেন্স ড্রাইভার না থাকায় সে রোগীকে বরিশাল নিতে দেরি হলে সেখান থেকেও তাকে তাৎক্ষনিক ঢাকায় প্রেরন করা হলেও রোগীকে বাচানো সম্ভব হয়নি। গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পরে ময়না তদন্ত শেষে গত শনিবার গ্রামের বাড়ি দাফন দেয়া হয়। হাসপাতালে বর্তমানে ডাক্তার সংকট যে দুজন আছে তাদের কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রাপ্তদের প্রশিক্ষন দিতে হয় তার মধ্যে অশংখ্য রোগীর চাপ রয়েছে । এ মুহুর্তে এম্বুলেন্স থাকলে ও ড্রাইভার না থাকায় রোগীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। এতে বেসি সমস্যায় পরতে হয় দ্ররীদ্র ও নিম্ন মধ্যবৃত্ত পরিবারের রোগীদের। এমনিতেই বর্তমান দ্রব্য মূল্যের সাথে আয়-ব্যায়ের হিসেব মিলছে না তার ওপর রোগব্যাধি হলে দুর্ভোগ তাও যদি নাগালের বাইরে আর এম্বুলেন্স থাকতে ও ড্রাইভার না থাকায় এবং গুরুতর রোগীদের টেস্টের যথাযত ব্যাবস’া না থাকায় যাদের বরিশালে পাঠানো হয় তাদের অধিকাংশ লোকই প্রাইভেট বা রেন্ট-এ কার ভারা করে নেয়ার সামর্থ না থাকায় যেতে হয় বাসে করে। এ বিষয়ে ভাণ্ডারিয়া স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃ কল্যান মিত্র জানান তারা ইতো মধ্যে দু-দু বার জেলা স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা বরা বরে আবেদন করেছেন । তিনি আরো জানান জেলা থেকে বলা হয়েছে এ বিষয়ে বিভাগীয় পরিচালক বরাবরে আবেদনের পরামর্শ দেয়া হয়েছে সেখানেও আবেদনের জন্য আবেদন পত্র পাঠানোর জন্য প্রস’ত করা হয়েছে । প্রসঙ্গত:গত ২৬মার্চ ভাণ্ডারিয়া স্বাস্থ্য কম্পেক্রের এম্বুলেন্স ড্রাইভার মোঃ মোজাম্মেল হোসেন ৬০পিচ ইয়াভা সহ বরিশালে গ্রেফতার হলে এম্বুলেন্সটি বিভাগীয় চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টথেকে গত ২৬এপ্রিল ছারানো হয়। ড্রাইভার জেলহাযতে থাকায় এ সংকট তৈরি হয়। জনস্বার্থের কথা বিবেচনা করে উর্ধতন কতৃপক্ষ যদি একজন এ করম একটি জনবহুল স্বাস্থ্যকম্পেক্রে এম্বুলেন্স ড্রাইভারের আশু ব্যাবস্থা না করে তা হলে দরিদ্র মুমুর্ষ রোগীদের বিপদের শেষ থাকবেনা।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …