21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় বাংলা ভাইয়ের বর্বরোচিত হত্যাকান্ডের ৮ বছর উল্টো করে গাছে ঝুলিয়ে রেখেছিল বাদশার মরদেহ

নওগাঁয় বাংলা ভাইয়ের বর্বরোচিত হত্যাকান্ডের ৮ বছর উল্টো করে গাছে ঝুলিয়ে রেখেছিল বাদশার মরদেহ

এনবিএন ডেক্সঃ ২০০৪ সালে আজকের এই দিনে জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই উল্টো করে গাছে ঝুলিয়ে রেখেছিল বাদশার মরদেহ। আজ সেই ২০ মে। এই বর্বরোচিত হত্যাকান্ড ঘটেছিল প্রকাশ্য দিবালোকে বেলা ১১টায়। সংবাদ পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। ৮ বছর অতিবাহিত হলেও ঝুলে আছে মামলার বিচার।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সশস্ত্র জঙ্গীরা নওগাঁ জেলার রানীনগর উপজেলার সিম্বা গ্রামের ইদ্রিস আলী ওরফে খেজুর আলী ও আব্দুল কাইয়ুম বাদশাকে নৃশংস ভাবে হত্যা করে। খুনীরা হত্যা করেই ক্ষান- হয়নি। বাদশার মরদেহ উল্টো করে গাছে ঝুলিয়ে রাখে আর খেজুর আলীকে টুকরো টুকরো করে রানীনগরের ভেটি জেএমবির ক্যাম্পে মাটিতে পুতে রাখে। এই বর্বরোচিত হত্যাকান্ড ঘটে ২০০৪ সালে ২০ মে। নওগাঁয় খেজুর আলী ও বাদশা হত্যা মামলার ১৪ জন তদন-কারী কর্মকর্তাকে পরিবর্তন করা হলেও মামলার বিচার কাজ বেশীদুর এগুতে পারেনি। বাদীর পরিবারের অভিযোগ, প্রকৃত খুনিদের আড়াল করবার জন্য কালক্ষেপন করা হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, পুলিশ ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর বাদশা হত্যা ও ১৭ নভেম্বর খেজুর হত্যা মামলার চার্জশীট দেয়। এতে প্রকৃত খুনিদের নাম বাদ দেওয়া হয় বলে নিহতের পরিবার অভিযোগ তোলে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর খুনিদের নাম-ঠিকানা পুলিশকে জানানো হয়। পুলিশ পরবর্তী সময়ে তাদের সঙ্গে আর কোন যোগাযোগ করেনি। চার্জশীটে যাদের আসামী করা হয়, নিহতের পরিবারের সদস্যরা তাদের চেনেন না। তাই ওই চার্জশীট প্রত্যাখ্যান করে গত ২০০৮ সালের ১১ মে নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। আদালতে নারাজি দেওয়ার পর মামলাটি সিআইডিকে তদন- করার দায়িত্ব দেয়। দু’জন সিআইডি তদন- কর্মকর্তা পরিবর্তনের পর ২০১১ সালের ৩১ মার্চ সিআইডি তদন- রিপোর্ট দাখিল করে। এদিকে নওগাঁ জেলা ও দায়রা জজ আাদালতের বিচারকের বিভিন্ন অনিয়মের কারনে আইনজীবীরা ওই আদালত বর্জন অব্যাহত রাখায় মামলাটি রেডি হচ্ছেনা।
ঘটনার দিন বাংলাভাইয়ের নেতৃত্বে দু’শতাধিক জঙ্গি ক্যাডার রানীনগরের সিম্বা গ্রামের খেজুর আলীর বোনের বাড়ী ঘেরাও করে বাদশা, খেজুর আলী ও রহিমুল বাশার ওরফে বাশারকে অপহরন করে। পরে রানীনগরের আবাদ পকুর হাটে মাইক যোগে বাংলা বাহিনী ঘোষনা দেন ২০ মে বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে। এরপর বাদশা ও খেজুর আলীকে হত্যা করে আর বাশার প্রানে বেঁচে গেলেও শরীরে ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে। দীর্ঘ ৮ বছরেও এই হত্যা কান্ডের বিচার না হওয়ায় নতুন করে বাদিদের পরিবারে দেখা দিয়েছে চরম আতঙ্ক। প্রকৃত খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর নিহতের পরিবারে সদস্যরা আত্মরক্ষার জন্য গ্রাম ছেড়ে শহর এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। এদিকে দীর্ঘদিন পরে তদন- রিপোর্ট দেয়ায় এবং আদালত বর্জন থাকায় মামলা নিয়ে ওইসব গ্রামে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
বাদশা হত্যাকান্ডে বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় মামলা হয়। পরবর্তি সময়ে আদালতের নির্দেশে ফের রানীনগর থানায় খেজুর আলী ও বাদশা হত্যাকান্ডে পুলিশ বাদি হয়ে মামলা করে। এলাকাবাসীর অভিযোগ, খেজুর আলী ও বাদশার হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। জঙ্গিদের মদদদাতা ও খুনিদের অনেকের সঙ্গে পুলিশের সখ্য রয়েছে বলে তারা জানান। অভিযোগ আছে পুলিশের সহযোগিতায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ ফরিদ ও দিপঙ্কর সহ ২২ জনকে খুন করেছে জেএমবির জঙ্গিরা। জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসি হলেও এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ কারনে অনেককে গ্রেফতার করলেও ভেটি গ্রামে খলিলের ছেলে দুলাল, আলীমুদ্দিন কানা, বাংলাভাইয়ের ক্যাম্প ইনচার্জ শরিয়তুল্লা সীমার ও বাগমারার ওয়াসেক বিল্লার কোন সন্ধান করতে পারেনি পুলিশ। নওগাঁয় জঙ্গি মদদদাতা হিসেবে দায়ের করা মামলা গুলো ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে বাদীরা অভিযোগ করেন। আর জেএমবির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেসব পুলিশ সদস্য ও রাজনৈতিক নেতাকর্মী জড়িত তাদের বিচারও হয়নি, এ কারনে সাধারন মানুষের মধ্যে অনেক ক্ষোভ। এদিকে খুনিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার না করায় মামলার বাদী নিলিমা আকতার ও তার পরিবারকে মামলা তুলে নিতে অব্যাহত ভাবে চাপ দেয়া হচ্ছে। বাদি নিলিমা আক্তার জানান, তিনি তার ভাই খেজুর আলী হত্যা মামলার সুষ্ঠ বিচার চান। জেএমবির হাতে নিহত জিয়াউল হক জিয়ার স্ত্রীর ফারশিয়া বেগম কান্না জড়িত কন্ঠে জিয়া হত্যার খুনিদের দৃষ্টান-মূলক শাসি-র দাবী করেন।
এদিকে হত্যার পর উল্টো করে গাছে ঝুলানো আব্দুল কাইয়ুম বাদশার পরিবার সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ৮ বছর অতিবাহিত হলেও জেএমবির হাতে হত্যাকন্ডের কোন বিচার আমরা পাইনি। ১০২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হলেও তৎকালিন তদন- কর্মকর্তা বাদিকে না জানিয়ে প্রকৃত খুনিদের নাম বাদ দিয়ে মামলার ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করেন। আদালতে না-রাজি দেয়ার পর মামলাটি সিআইডি তদন- করে আদালতে চার্জশিট দাখিল করলেও মামলাটি আজও রেডি হয়নি। ওই মামলার আসমী জেএমবির জঙ্গিরা এখনও তৎপর, মাঝে মধ্যেই মামলা তুলে নিতে তারা হুমকি দিচ্ছে।
বাংলাভাইয়ের হাতে নির্যাতনের পর বেঁচে যাওয়া রাহিমুল বাশার জানান, ২০০৪ সালে যারা প্রকশ্যে হত্যাযোগ্য চালিয়েছে তারা এখনও এলাকায় সক্রিয়। তারা আবারও জেএমবিকে সংগঠিত করছে। তৎকালিন সময়ে জেএমবির শীর্ষ এ জঙ্গিরা হত্যা মামলার আসামী হলেও জামিনে বেরিয়ে এসে আবারও পুরোদমে চালাচ্ছে তান্ডব। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
২০০৪ সালের ২৬ এপ্রিল শেখ ফরিদকে হত্যার মধ্য দিয়ে নওগাঁর আত্রাই-রানীনগর উপজেলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির আত্মপ্রকাশ ঘটে। এরপর তৎকালিন জোট সরকারের সহযোগীতায় জেএমবির ক্যাডাররা আত্রাই-রানীনগর ও তার আশে পাশের এলাকাগুলোতে নারকীয় হত্যাযজ্ঞ এবং তান্ডব চালায়। তাদের হাতে নিহত হয় ২২ জন। নির্যাতনের শিকার হয়ে দু’শতাধিক সাধারন মানুষকে পঙ্গুত্বও বরণ করতে হয়। নির্যাতনের চিহ্ননিয়ে ধুকে ধুকে জীবন যাপন করছে আরও পাঁচ শতাধিক মানুষ। জঙ্গি সংগঠনের নেতা-কর্মীরা এলাকার গৃহস’্য ও ধনাঢ্য পরিবারের উপর চালায় ব্যাপক লুটতরাজ। আদায় করে কোটি কোটি টাকার চাঁদা। বাংলাভাইয়ের নেতৃত্বে এ অঞ্চলে জেএমবির দু’মাসের তান্ডব ও নির্যাতনে নিহতের মধ্যে উল্লেখযোগ্য অন্যরা হলো ১৭ মে রানীনগরের সিম্বা গ্রামের ইদ্রিস আলী ওরফে খেজুর, ১৯ মে শফিক পুরের আব্দুল কাইয়ুম বাদশা, আবাদ পুকুরের জিয়া, আত্রাই উপজেলার কাশিয়া বাড়ীর দিপঙ্কর সহ ২২ জনকে নৃশংস ভাবে হত্যা করে বাংলা বাহিনী। এ ছাড়াও বাংলাভাইয়ের জঙ্গি ক্যাডার বাহিনীর হাতে অপহ্নত রানীনগর উপজেলার চামটা গ্রামের সুশান- ও সুফল সহ বেশ কয়েকজনের খোঁজ আজও মেলেনি। দীর্ঘ ৮ বছর পার হলেও আজও তাদের ফিরে পাবার আশায় পথ চেয়ে রয়েছে পরিবারের সদস্যরা। ২০০৪ সালের জেএমবি ক্যাডারদের হাতে নিহতদের পরিবারের পক্ষ থেকে ৯ টি মামলা দায়ের করা হলেও দীর্ঘ ৮ বছরেও কোন মামলার রায় হয়নি, মামলাগুলো এখনও বিচারাধীন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …