এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে অপহরণের অভিযোগে পুলিশ সূর্য প্রামানিক (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। ৭ দিনেও ভিকটিম উদ্ধার হয়নি। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, গত ৯মে সকাল অনুমান ৯টায় রাণীনগর উপজেলার নিজামপুর গ্রামের সুদির প্রামানিকের ছেলে সূর্য প্রামানিক স্বামীর অনুপসি’তিতে একই গ্রামের দিন মজুরের স্ত্রী তিন সন-ানের জননীকে (৩০) ভূল বুঝিয়ে ও ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স’ানে নিয়ে গেছে। এদিন স্বামী সকাল অনুমান ৭টায় মাঠে ধান কাটার জন্য গিয়েছিল। ধান কাটা শেষে বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী বাড়িতে নেই। খোঁজখবর করাকালে প্রতিবেশীদের কাছে জানতে পারে সূর্য তার স্ত্রীকে নিয়ে গেছে। এ ঘটনায় শনিবার মদন প্রামানিক বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে। তদন-কারী কর্মকর্তা উপ-পরিদর্শক শামসুল হক জানান, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। ভিকটিমকে উদ্ধারের জোর তৎপরতা চালানো হচ্ছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …