26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

নওগাঁর ধামইরহাটে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

এনবিএন ডেক্সঃ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সারা দেশের ন্যায় ধামইরহাটেও ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দোকান পাট স্বাভাবিক ভাবে খোলা ছিল, সরকারী অফিসের কার্যক্রম ছিল আগের দিনের মত। এদিকে ১৭ মে বেলা ১১ টায় হরতালের সমর্থনে ধামইরহাট উপজেলা বিএনপির উদ্যোগ্বে একটি মৌন মিছিল বের হয়। র‌্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ শেষে আমাইতাড়া মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুবার রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুর রহমান, যুবলীগ সভাপতি রেজাউল করিম মুসা, সম্পাদক কামরম্নজ্জামান বাদল, ছাত্রনেতা রম্নহেল হাসান সুমন প্রমুখ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …