এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাকাপুর মাঠে একটি শশাক্ষেত থেকে গত মঙ্গলবার সকালে আমজাদ হোসেন (৩০) ও শাহীন (২৫) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমজাদ হোসেন সিদ্দীকপুর গ্রামের বয়তুল্যার ছেলে। শাহীন একই গ্রামের এনামূলের ছেলে। স’ানীয়রা জানায়, সিদ্দীকপুর গ্রামের কৃষক সালেম উদ্দীন চোর ও শেয়ালের উপদ্রপ থেকে শশাক্ষেত রক্ষা করতে প্রতি রাতেই ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তার পেঁচিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ওই তারে পেচানো আমজাদ ও শাহীনের লাশ পরে থাকতে দেখে স’ানীয় লোকজন মহাদেবপুর থানায় খবর দেয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, সংবাদ পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ধারনা করা হচ্ছে সোমবার দিবাগত রাতে শশাক্ষেতে পেচিয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় পৃথক পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান ।
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …