পিরাজপুর প্রতিনিধি: দক্ষিনাঞ্চলের নদী বেষ্টিত উপকুলীয় উপজেলা জিয়ানগরে সিডর ও আইলা বিধ্বস- বেড়ীবাধ ৪ বছরেও নির্মান না হওয়ায় নদীতীরবর্তী ৪০ হাজার মানুষ মারাত্নক ঝুকিতে রয়েছে। উপজেলার কচাঁ বলেশ্বর নদী ২৫ কিঃ মিঃ ভেড়ী বাধ ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের জলচ্ছাসে বিলিন হয়ে যায়। সিডরের পর যা নির্মান হয়েছিল তা আবার আইলার জলোচ্ছাসে বিলিন হয়ে যায়। সিডরের সময় কলারণ, খোলপটুয়া, বালিপাড়া, সাঈদখালী, চরবলেশ্বর, টগড়া গ্রামের বেড়ীবাধ ভেঙ্গে জলচ্ছাসে ৭২ জনের প্রানহানী ঘটে। এছাড়া অসংখ্য গবাদীপশু মারা যায় এবং গাছ পালা ও ব্যাপক ক্ষতি হয়। সিডরের ৪ বছর পার হয়ে গেলেও বিলিন হওয়া বেড়ীবাধ নির্মান না হওয়ায় ঘূর্ণিঝড় অথবা আবহাওয়ার বিপদ সংকেত পেলেই নদী তীরবর্তী মানুষ গুলো ছুটে আশ্রয় স’লের দিকে। উপজেলার উমেদপুর, টগড়া, টেংরাখালী, ইন্দুরকানী ,কালাইয়া, সাঈদখালী, বালিপাড়া, চরবলেশ্বর, চন্ডিপুর, খোলপটুয়া, কলারণ এই ১২টি গ্রামের কচাঁ, বলেশ্বর ও চাড়াখালী নদী তীরবর্তী ২৫ কিঃ মিঃ বেড়ী বাধ না থাকায় সামান্য জোয়ারেই এই গ্রাম গুলো প্লাবিত হয়। এ ছাড়া এই নদীতীর বর্তী এ্ই ১২টি গ্রামে মাত্র ৩টি সাইক্লোন সেল্টার রয়েছে। পর্যাপ্ত সাইক্লোন সেল্টার না থাকায় এলাকার মানুষকে প্রায়ই আতঙ্কে থাকতে হয়। ২০০৯ সালে পত্তাশী ইউনিয়নের ইন্দুরকানী কালাইয়া গ্রামের নদীতীর বর্তী বেড়ীবাধ নির্মানের জন্য ৬০ মেঃ টন চাল পানি উন্নয় বোর্ড বরাদ্দ দিলেও স’ানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের প্রকল্প কমিটি গঠন নিয়ে দন্ধে ঐ সময় বেড়ী বাধের কাজ বন্ধ হয়ে যায়। সরজমীনে কচাঁ নদীর তীরবর্তী টগড়া গ্রামের গিয়ে দেখা যায় ঐ গ্রামের পশ্চিম প্রান- থেকে পূর্ব প্রান- টগড়া ফেরীঘাট পর্যন- ৪ কিঃ মিঃ রেড়ী বাধ একেবারে বিলিন হওয়া অবস’ায় পরে আছে। মানুষের চলাচলের মত কোন রাস-া নাই। নদীতে পানি বাড়লেই গ্রাম গুলো তলিয়ে যায়। বেড়ীবাধের তীরবর্তী এলাকাবাসী জানান আগামী বর্ষা মৌসুমের মধ্যে যদি বেড়ীবাঁধ নির্মান না করা হয় তা হলে নদী তীরবর্তী মানুষ গুলো জীবনের ঝুকি নিয়ে থাকতে হবে।ঐ গ্রামের বাসিন্দা অধ্যক্ষ মাওঃ শাহ আলম জানান বেড়ীবাঁধ না থাকায় এলাকার কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং মানুষের জান মালের নিরাপত্তা হুমকির মুখে। স’ানীয় টগড়া গ্রামের ইউপি সদস্য আঃ রাজ্জাক জানান কচা নদীর তীরবর্তী গ্রামবাসীদের জান মাল রক্ষার জন্য বর্ষা মৌসুমের আগেই বেড়ীবাধ নির্মান জরুরী। পিরোজপুর পানি উন্নয় বোর্ডের এক উপ-প্রকৌশলী সমকালকে জানান গত এক সপ্তাহ আগে জিয়ানগর এলাকার টগড়া সহ কচাঁ নদীর বিলিন হওয়া বেড়ীবাধ নির্মানের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে । বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …