হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গতকাল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানাগেছে। নিহতরা হল, উপজেলার মরাধার গ্রামের দবিরুলের পুত্র রব্বানী (১৮), মাগুড়া গ্রামের আবুল কালামের কন্যা শাহিনা (১৪) ও আমগাঁও গ্রামের ভুটু মোহাম্মদের কন্যা সুরাইয়া (১২)। আহতরা হলো, মরাধার গ্রামের ইব্রাহীমের পুত্র বদিরুল (১৮), আমগাঁও গ্রামের সৈয়দের পুত্র শেখফুল (১২), সুধু মোহাম্মদের কন্যা মেরিনা (৬), ইসলামের কন্যা সাজনুর (৮), খুলসি মোহাম্মদের কন্যা মুনসুরা (৮), নন্দগাঁও গ্রামের দগধু রায়ের কাচালু রায় (৫০), দুলো ভৌমিকের পুত্র মহেন (৩৫), শুমভু রায়ের পুত্র রাজেন রায় (২৭), রুস’ম আলীর পুত্র আতাউর (৫০) ভম্বলের পুত্র সবুজ (২) ও চাপাসার গ্রামের বসির উদ্দিনের পুত্র সবুর (৪০)। আহত সবুজের অবস্থা আশংকাজনক।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …