এন বি এন ডেক্সঃ নওগাঁর পত্নীতলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল আলম এর বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে যৌন হয়রানীর অভিযোগে নারী শিশু মামলা দায়েরের পরও এক অদৃশ্য খুটির জোরে বহাল তবীয়তে চাকুরী করে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ততথ্যে জানাযায়, ওই অফিসারে বিরুদ্ধে ২৯/৪/০১২ইং তারিখে গ্রেফতারী পরোয়ানা বের হয় এবং ৩০/৪/০১২ইং তারিখে তিনি জামিন লাভ করেন। বিধি মোতাবেক কোন কর্মচারী গ্রেফতারের পর বা আত্নসমর্পনের পর জামিনে মুক্তি লাভ করলেও সাময়িক বরখাস- হিসাবে বিবেচিত হবেন। তবে এই ক্ষেত্রে জটিলতা এড়াইবার জন্য কর্তৃপক্ষ সাময়িক বরখাসে-র আদেশ জারী করবেন। সরকারী পরিপত্রকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ওই অফিসার বহাল তবীয়তে থাকলেও উর্দ্ধোতন কর্তৃপক্ষ এখন পর্যন- প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। এব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলমের সঙ্গে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানী করা হচ্ছে এবং যেকোন মূর্হূত্বে সাময়িক বরখাস- হতে পারেন বলেও তিনি জানান। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার সাইদুজ্জামান এর মুঠো ফোন (যার নং) ০১৯১৫৯৮৫৭৪১ তে ৫/৭বার ফোন দিয়েও তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …