20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কুড়িগ্রাম রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাংচুর-লুটপাট থানায় মামলা

কুড়িগ্রাম রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাংচুর-লুটপাট থানায় মামলা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম রাজারহাটে জমি সংক্রান- বিরোধে বাড়ি ঘর ভাংচুর-লুটপাট। জোর পূর্বক জমির ধান কর্তন। থানায় মামলা দায়ের। অভিযোগ ও মামলার বিররণে জানা যায়, জেলার রাজারহাট উপজেলার বাজেমুজরাই গ্রামে র্দীঘ দিনের জমি সংক্রান- একটি পূর্ব শত্রুতার জের ধরে গত ৬মে ২০১২ ইং সকালে মোঃ রানু মিঞা (৫৫) পিতা মৃত আব্দুস সোবহানের পৈত্রিক ও খরিদ সূত্রে প্রাপ্ত জমিতে একই এলাকার চিহিৃত ভূমি দস্যূ আব্দুল মালেক (৫৫) পিতা মৃত আব্দুল করিম এর নেতৃত্বে একটি সস্ত্রাসী দল অবৈধ জোর খাটিয়ে অনধিকার প্রবেশ করে চলতি মৌসুমে আবাদ কৃত আনুমানিক ২০ মণ ধান কর্তন করে নিয়ে যায়। এ সময় কৃষক রানু মিয়া ও তার স্ত্রী রুবি বেগম বাধা দিতে গেলে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত সস্ত্রাসী গং তাদের মেরে ফেলার উদ্দ্যেশে ধাওয়া করে। এ সময় তারা নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ীতে দৌড়ে আসলে সস্ত্রাসীরা বাড়ীতে ঢুকে হামলা ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়। এতে ঐ কৃষকের ঘরে থাকা নগদ ৮১ হাজার টাকা, স্বর্ণের চেইন লুট সহ প্রায় দেড় লক্ষটাকার ক্ষতি সাধন হয়। অপরদিকে সস্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত কৃষককে প্রথমে রাজারহাট ও পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে সু-চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে যার মামলা নং-০৪ তাং ৮/৫/২০১২ ইং। এদিকে মামলা দায়ের হলেও প্রভাবশালী ভূমি দস্যূ গং কর্তৃক অব্যহত হুমকি ধামকিতে কৃষক পরিবার বর্তমানে আতংক গ্রস্ত জীবন যাবন করছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …