22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর বদলগাছীতে প্রকৌশলীকে অবরুদ্ধ করে ৩ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নওগাঁর বদলগাছীতে প্রকৌশলীকে অবরুদ্ধ করে ৩ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রকৌশলীকে তার কার্যালয়ে মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ করে ৩কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। উপজেলা প্রকেীশল দফতর এল.জি.ই.ডি সূত্রে জানা যায়, উপজেলার ভোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষপাড়া রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠনঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর মালঞ্চ (রনাহার) রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ডবু ১-০৫২১, ডবু ১-০৫২২ ও ডবু ১-০২৭৩ নম্বর তিনটি প্যাকেজে টেন্ডার আহবান করা হয়। গত ৩মে বৃহস্পতিবার বেলা ১টা পর্যন- দরপত্র কেনা বেচা বা জমা করার শেষ সময় নির্ধারণ করা হয়। বদলগাছীর অন্য কাউকে সিডিউল ক্রয় করতে না দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের। নেতাকর্মীরা বিভিন্ন ঠিকাদারের নামে নামে ১৫টি সিডিউল ক্রয় করে। অপর দিকে নওগাঁ এলজিইডি অফিসে পাঠানো ২১টি সিডিউল বিক্রি হওয়ার সংবাদ পেয়ে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে গত ২মে বুধবার উপজেলা প্রকৌশলী মোঃ শফি উদ্দিনকে তার অফিস কক্ষে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন- অবরুদ্ধ করে রাখে। সিডিউল ক্রয়কারী ঠিকাদারদের সাথে দফায় দফায় বৈঠক শেষে ৩০ লাখ টাকার বিনিময়ে নিপুর মাধ্যমে ৩টি প্যাকেজে বিক্রিত ৩৬টি সিডিউলের মধ্যে ২৭টি সিডিউল ক্লোজ করে নেয়া হয়। প্রতিটি প্যাকেজ ৩টি করে। ৩টি প্যাকেজ ৯টি সিডিউল ৩মে বৃহস্পতিবার দাখিল করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন ঠিকাদার জানান, ত্রুটিপূর্ণ ৯টি সিডিউল দাখিল করা হয়েছে। যা অফিস ইতিমধ্যেই হয়ত সংশোধন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ঠিকাদার জানান, নওগাঁয় যাতে কোন সিডিউল দাখিল করা না হয় তার দায়িত্ব নিয়েছিল বদলগাছী উপজেলার এলজিউডি অফিসের হিসাব রক্ষক। এরপরও নওগাঁয় সিডিউল দাখিল হয়ায় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখে। প্রকৌশলী মোঃ শফিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিকো করার দায়িত্ব তাদের যারা তাকে অবরুদ্ধ করেছিল। তবে হিসাবরক্ষক এর দায়িত্ব নেয়াটা ভুল ছিল। কত লাখ টাকার বিনিময়ে নিকো করা হয়েছে তা তিনি জানেন না এবং নিয়ম অনুযায়ী তিনটি প্যাকেজে ৯টি সিডিউল দাখিল করা হয়েছে, যা যাচাই বাছাই অন্তে বিধিমতে সর্ব নিম্ন দরদাতা ঠিকাদার কাজ পাবেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …