27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / হরিপুরে বোরো ধান কাটা শুরু বাজারে দাম কম হওয়ায় কৃষক হতাশ

হরিপুরে বোরো ধান কাটা শুরু বাজারে দাম কম হওয়ায় কৃষক হতাশ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চলতি বোরো ধান কাটা শুরুর হয়েছে। চলতি বোরো মৌসুমে আবাদের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও বর্তমানে পারিজা ও ব্রি-২৮ ধান বাজারের উঠতে শুরু করেছে। বাজারে বর্তমানে ৪২০ থেকে ৫০০ টাকা মণ দরে ধান বেচা-কেনা হচ্ছে। নতুন ধানের মূল্য কম পাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। হরিপুর কৃষি অফিস সুত্রে জানাযায়, চলতি বোরো মৌসুমে হরিপুর উপজেলায় এবার ৭ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এবার আবহাওয়া অনুকুলে থাকার ফলে বোরো ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতি মধ্যে পারিজা ধান উঠতে শুরু করেছে এবং ফলনও অন্যান্য বছরের তুলনায় বেশি হচ্ছে। উপজেলার পাহাড়গাঁও গ্রামের কৃষক মুসা মাষ্টার বলেন, চলতি বোরো মৌসুমে বোরো আবাদের জন্য আবহাওয়া ভাল বিরাজমান করায় ধানের ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। কিন’ ভাল ফলন হয়ে কি লাভ ? বর্তমান বাজারে যে দামে ধান বিক্রি হচ্ছে তা আমাদের আবাদের খরচ উঠাতেই হিমসিম খাব। শুধু মুসা মাষ্টার নয় উপজেলার অনেক কৃষক বলেন, যদি সরকার ধানের বাজার না বৃদ্ধি করে তাহলে আগামী বছর ইরি-বোরো আবাদ অনেক কমে যাবে যা দেশের খাদ্য চাহিদা ঘাটতি হওয়ার আশংকা রয়েছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …