এন বি এন ডেক্সঃ  নওগাঁর মান্দায় দ্রুতগামি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মঞ্জিলা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা বাগ দেওয়ানপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা কুসুম্বা গ্রামের মৃত লর্যা মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মঞ্জিলা রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে রাজশাহীগামি কাঠ বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস’ল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হসত্মানত্মর করেছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …
 nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
				 
			 
						
					 
						
					 
						
					