নওগাঁ প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে আড়াই লড়্গাধিক টাকার হিরোইনসহ হিরোইন ব্যবসায়ী মেহেদী হাসান বিপস্নব (২৮) কে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। থানা সূত্র জানিয়েছে, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মোঃ তোজাম্মেল হোসেন গত ৩মে গভীররাত্রিতে গাপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বড়শিবপুর গ্রামের মিলাদ হোসেনের পুত্র মেহেদী হাসান (বিপ্লব) কে তার বাড়ীর পাশের বাঁশ ঝাড় থেকে ২৬ গ্রাম হিরোইন সহ আটক করে। এ বিষয়ে ধামইরহাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ জানায উদ্ধারকৃত হিরোইনের মুল্য অনুমান আড়াই লাখ টাকা।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …