কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারতের আসাম রাজ্যে গত ৩০ এপ্রিল বিকেলে কাল বৈশাখী ঝড়ে আসামের মাদারটারী নামক স’ানে ব্রহ্মপুত্র নদে শ্যালো ইঞ্জিন চালিত এক নৌকা ডুবি ঘটে। এ ঘটার পর ২৭টি মৃত দেহ উদ্ধার হলেও এখনও ৪২ ব্যাক্তি নিখোঁজ রয়েছে। ৪২ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে সহায়তা চেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছে ধুবরী জেলা প্রশাসক। বৃহস্পতিবার ভারতের অভ্যন-রে গোলকগঞ্জ থানার সোনাহাট সীমানে- ১০০৯ নং পিলারের কাছে জেলা প্রশাসক পর্যায়ে এক পতাকা বৈঠকে এ আবেদন জানানো হয়। বৈঠকে ভারতে পক্ষে নেতৃত্ব দেন ধুবরী জেলা প্রশাসক কুমুদ কালিতা, পুলিশ সুপার সিপি স্যালোই এবং ২২ বিএসএফের ধুবরী সেক্টর কমান্ডার অয়জ লুৎরা। বাংলাদেশের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান , পুলিশ সুপার মাহবুবার রহমান এবং বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ান কমান্ডার লেঃ কর্ণেল জিয়াউল হক খালেদ উপসি’ত ছিলেন। ভারতীয় জেলা প্রশাসক জানান, নিঁখোজদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের ধারনা লাশ গুলো নদী দিয়ে ভেসে বাংলাদেশের অভ্যন-রে প্রবেশ করতে পারে। নিখোঁজ লাশ উদ্ধারে এবং তা ফেরত দানে বাংলাদেশের সহায়তা চেয়ে অনুরোধ জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। বৈঠকটি সকাল ১১ টা থেকে ১২ টা ১ ঘন্টা স্থায়ী খুবই আন্তরিক পরিবেশে হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …