এন বি এন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে প্রায় ১ লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হিরোইন সহ এক হিরোইন ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার এস আই তোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স সহ এক চিরম্ননী অভিযান চালিয়ে উপজেলার হরিতকীডাঙ্গা (মহব্বতপুর) গ্রামের মৃত মকলেছার রহমানের ছেলে কুখ্যাত হিরোইন ব্যবসায়ী জয়নাল (৩৮)কে তার দেহে লুকিয়ে রাখা ১০ গ্রাম হিরোইন সহ নিজ বাড়ী থেকে আটক করে। এ ব্যাপারে ১৯৯০ মালের মাদক আইনের বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০২। মামলার বাদী এস আই তোজাম্মেল হোসেন জানান, আটককৃত হিরোইন ব্যবসায়ী জয়নাল পুলিশের চোখকে ফাকি দিয়ে দীর্ঘদিন নিজের নাম লুকিয়ে রেখে অবাধে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এ ব্যবসার সঙ্গে জড়িতদের শ্রীঘ্রই গ্রেফতার করা হবে বলেও থানা সূত্র জানা গেছে। দীর্ঘদিন থেকে এ ব্যবসা করছিল বলে পুলিশের নিকট স্বীকার করেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …