27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস-২০১২ পালন

নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস-২০১২ পালন

এন বি এন ডেক্স: গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ সাপাহার থানা শাখার আয়োজনে মহান মে দিবস-২০১২ সারাদিন ব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে পালন হয়েছে। সকাল ৭ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও শ্রমিক পতাকা উত্তোলন, কালো ব্যাস ধারণ, ৮.৩০ মিনিটে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জাতীয় শ্রমিকলীগ সাপাহার শাখার সভাপতি আজাহার আলী (মহরী) এর সভাপতিত্বে অনুষ্ঠানটি আশরাফুল হক চৌধুরীর পরিচালনায় জিরো পয়েন্টে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রবীন রাজনীতিবিদ নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ডাঃ তাহের উদ্দীন, নওগাঁ জেলা আওয়ামীলীগ সদস্য মাসরুরাল হক চৌধুরী (রুবেল), জাতীয় শ্রমিকলীগ সাপাহার শাখার আহব্বায়ক মোজাফ্‌ফর রহমান, সাপাহার সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ (মহরী), সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, যুগ্ন আহব্বায়ক মোকলেছুর রহমান, উপস্থাপক মোকছেদুল হক প্রমুখ। সন্ধায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ সাপাহার শাখার আয়োজনে ওস্তাদ জয়ন- কুমার এর দল উদয়ন শিশু সঙ্গীত শিক্ষা একাডেমীর পরিচালনায় সাপাহার রিপোর্টার্স ফোরামের সার্বিক সহযোগীতায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন সাপাহার রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক উত্তরের খবর সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মহাস্থান সাপাহার প্রতিনিধি সাংবাদিক মোঃ নয়ন বাবু, অর্থ সম্পাদক ও দৈনিক মুক্ত সকাল সাপাহার প্রতিনিধি সাংবাদিক প্রদীপ সাহা, দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক জয়পুরবার্তা সাপাহার প্রতিনিধি সাংবাদিক ফজলুর রহমান।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …