এন বি এন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে পৌর কাউন্সিলর কর্তৃক শারিরীক নির্যাতনের বিচারের দাবীতে মানবন্ধন পালিত হয়। নির্যাতনের শিকার উপজেলার চকউমর গ্রামের ফারম্নক (৩০) এর পিতা ফয়জুল হক জানান, গত ২৯ এপ্রিল রাত্রী সাড়ে ৮ টায় ধামইরহাট পৌর সভার ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মুক্তাদিরম্নল হক (মুক্তা) পূর্ব শত্রম্নতার জের ধরে তার দলবল নিয়ে ফার্শিপাড়া গ্রামের নিকটতস’ চলিস্নশপীর দরগার রাসত্মা থেকে ফারম্নককে তুলে নিয়ে আমাইতাড়া যুব সংঘের ক্লাবে মারপিট করে দাঁত ভেঙ্গে দেয়। প্রভাবশালী উক্ত কাউন্সিলরের বিচারের দাবীতে চকউমর গ্রামবাসী ধামইরহাট থানার সামনে গত ২ মে সকাল ১০ টায় এক মানববন্ধন কর্মসূচী পালন করে। আহত ফারম্নক ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর মুক্তাদিরম্নলের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি ফারম্নকের অভিযোগ অস্বীকার করেন এবং ফারম্নকের বিরম্নদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, ঘটনার দিন ফারম্নকের সন্ত্রাসী কার্যক্রমের কারনে থানা পুলিশ তাকে আটক করে। আমি ফারম্নকের কৃতকর্মের সংশোধনের সুযোগ দিয়ে ওসি কে অনুরোধ করে ছাড়িয়ে নেই। ফারম্নককে মারপিটের অভিযোগ সম্পর্কে ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মেহেদী মাসুদ জানান, ফারম্নককে মারপিটের একটি অভিযোগ পাওয়া গেছে, তদনত্ম করে আইনগত ব্যবস’া নেয়া হবে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …