8 Falgun 1431 বঙ্গাব্দ শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / আ’লীগ সরকারই শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করেছে ———এমপি শহীদুজ্জামান

আ’লীগ সরকারই শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করেছে ———এমপি শহীদুজ্জামান

এন বি এন ডেক্সঃ সারা দেশের ন্যায় ধামইরহাটে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১লা মে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদান হোসেনের নেতৃত্বে পালিত উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে। র‌্যালী শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শ্রমিকলীগ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, ‘চলমান পরিসি’তিতে বিরোধীদল লাগাতার হলতাল সহ নৈরাজ্য মুলক কর্মসূচী দিয়ে শ্রমিকদের বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছেন, তিনি বলেন, ইলিয়াস আলী এমন কোন ভয়ংকর ব্যক্তিত্ব নয় যে সরকার তাকে ভয় করে গুম করে রাখবে, বিরোধী দলের কাছে আমার প্রশ্ন নিশ্চিত পিতা ও পরিবারের খুনী জেনেও কর্ণেল ফারম্নককে ৯৬’র সালে ড়্গমতায় থাকা সত্বেও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম বা কোন প্রকার নির্যাতন যখন করেন নি তখন আজ কেন ইলিয়াস আলীর মত তুচ্ছ ব্যক্তিত্বকে সরকার কেন গুম করবে? গুম সন্ত্রাসের রাজনীতি আ’লীগ নয়, বিএনপির শুরম্ন করেছিল এবং গুমের রাজনীতি বিএনপির মাঝেই সীমাবদ্ধ।’ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, ইঞ্জিনিয়ার আখতারম্নল আলম, পৌর মেয়র আমিনুর রহমান, অধ্যড়্গ শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রনেতা সোহেল রানা, শ্রমিক নেতা রফিক, দোলন, হামিদ প্রমুখ। এ সময় আ’লীগ নেতা ওবায়দুল হক, আজাহার আলী, নুরম্নজ্জামান, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি কামরম্নজ্জামান, ওসি জিয়া লতিফুল ইসলাম, ওসি (তদনত্ম) মাজহারম্নল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, হারম্নন আল রশিদ, আবুমুছা স্বপনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় ভুঁয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপরে …