15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / কুড়িগ্রামে ২য় দিনের হরতাল পালিত বিএনপি’র মিছিলে পুলিশি বাধা

কুড়িগ্রামে ২য় দিনের হরতাল পালিত বিএনপি’র মিছিলে পুলিশি বাধা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম বিএনপি’র মিছিলে পুলিশি বাধা, অবরোধ এবং ছত্রভঙ্গের মধ্যদিয়ে ২য় দিনের হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে গতকাল সোমবার সকালে বিএনপি শহরের ঘোষপাড়া থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহীদ জিয়া বাজার এলাকায় পৌঁছিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ চারদিক থেকে অবরোধ করে রাখে। সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আবু সাইদ বাবু, সহসভাপতি অধ্যাপক আবুল কালাম, দফ্‌তর সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহীন শেখ রনজু, জেলা স্বেচ্ছাসেবক দলের অহবায়ক শাহানুর আশরাফ জুয়েল, যুবদলনেতা এ্যাডভোকেট শাহীন, কুড়িগ্রাম সরকারী কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা জননেতা এম ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবী জানান। বক্তারা বলেন, প্রথম এবং দ্বিতীয় দিন কুড়িগ্রামের সাধারন মানুষ বিএনপি’র হরতালে সমর্থন দেয়ায় আমরা কৃতজ্ঞ। আগামী দিনে বেগম জিয়ার আহবানে কঠোর কর্মসুচী সফল করতে দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানানো হয়।
হরতাল চলাকালে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। তবে রিক্সা ও অটোরিক্সা চলাচল ছিল স্বাভাবিক। শহরের অধিকাংশ দোকানপাঠ বন্ধ ছিল।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …