এন বি এন ডেক্সঃ নওগাঁর পত্নীতলা উপজেলার নকচার মোড় নামক স্থানে শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ভটভটির চাপায় কাজী একরামূল (৩২) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একরামূল জেলার বদলগাছী উপজেলার ভরট্ট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি বেসরকারী সংগঠন ‘আশা’ পত্নীতলা শাখায় মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। স’ানীয়রা জানান, ক্ষুদ্র ঋনের কিসিত্ম আদায় শেষে একরামূল সাইকেল চালিয়ে আশা অফিসে আসছিলেন। এমন সময় পত্নীতলাগামী একটি যাত্রীবাহী ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে সাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরম্নতর আহত হন। ঘটনার পর একরামূলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস’লে গিয়ে একরামূলের লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ভটভটি চালক পালিয়ে গেছে। তবে, ভটভটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …