17 Kartrik 1431 বঙ্গাব্দ শুক্রবার ১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে এমপি শহীদুজ্জামান কর্তৃক মঙ্গলখাল প্রকল্পের পুনঃ খনন কাজের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে এমপি শহীদুজ্জামান কর্তৃক মঙ্গলখাল প্রকল্পের পুনঃ খনন কাজের উদ্বোধন

এন বি এন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে মঙ্গলখাল প্রকল্পের পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়। গতকাল রোববার দুপুরে ক্ষুদ্রকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় উপজেলার উমার ইউপির অধীন আমাইতাড়া খাড়ির মালাহার এলাকায় ২ হাজার ৫শত ফুট খাল (মঙ্গলখাল) পুনঃ খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মকছেদ আলী প্রমাণিক, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক, সাংবাদিক মোজাম্মেল হক, নুরল ইসলাম, হারম্নন আল রশীদ, আবু মুছা স্বপন, আ’লীগ নেতা নুরম্নজ্জামান, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানা প্রমুখ। প্রথম পর্যায়ে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে উক্ত খাড়ির ২ হাজার ৫ শত ফুট লম্বা, ১৬ ফুট চওড়া ও গভীরতা ৩ ফুট খনন করা হবে। এ প্রকল্প বাসত্মবায়ন হলে শুস্ক মওসুমে পানি ধরে রেখে মৎস্য চাষ করে আমিষের অভাব পূরনে উদ্যোগ নেয়া হবে বলে মৎস্য কর্মকর্তা এ প্রতিবেদককে জানান।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …