ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান শনিবার সরকারি সফর করেছেন। প্রতিমন্ত্রী সকাল সাড়ে ১০ টার সময় ভোলাহাট উপজেলার চলমান সাড়ে ৯ কোটি টাকার সীমান- মহানন্দা নদীর ডান তীর সংরক্ষণ কাজ গিলাহবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন সরজমিন পরির্দশন করেন। সেখান থেকে যান ভোলাহাট উপজেলার প্রস্তাবিত ভাতিয়া বিল উন্নয়ন প্রকল্প আলালপুর বিজিবি ক্যাম্প হতে কামালপুর বিজিবি ক্যাম্প পরিদর্শনে। ঐ এলাকা পরিদর্শন শেষ করে উপজেলা পরিষদে কিছুক্ষণের জন্য চা বিরতি করে প্রতিমন্ত্রী পরবর্তী গোমস্তাপুর উপজেলার নির্ধারিত কর্মসূচীতে যোগ দেয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিমন্ত্রীর পরির্দশণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, জেলা প্রশাসক ড.শাহ আলম, ৪৩, নওগাঁ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন পিএসসি, পুলিশ সুপার সাজ্জাদুল হাসান, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …