22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মান্দায় গভীর নলকূপ অপারেটরের লাস উদ্ধার

নওগাঁর মান্দায় গভীর নলকূপ অপারেটরের লাস উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দা উপজেলার কালীনগর মৌজার গভীর নলকূপ অপারেটর তাছের আলীর (৫০) লাশ গত মঙ্গলবার একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এলাকার লোকজন মাঠে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস’ল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সনাক্ত করতে না পারায় লাশ ময়না তদনে- পাঠিয়ে এ ঘটনায় একটি ইউডি মামলা রজু করা হয়। তবে তাছের আলীর মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মুখে মুখে এখন চলছে নানা গুঞ্জন। এদিকে নিহতের ছোট ভাপই মোস-ফা হত্যার আলামত বুঝতে পেরে একই দিনে থানায় একটি হত্যা মামলার এজাহার দাখিল করেন। এ ঘটনায় তাছের আলীর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়ে উঠেছে। নিহত তাছের আলী কালীনগর গ্রামের মৃত বিজো প্রামানিকের ছেলে। নিহতের বড় ভাই বাছের আলী জানান, তাছের আলী-কালীনগর মাঠে স’াপিত একটি গভীর নলকূপে প্রায় ৫ বছর ধরে অপারেটরের দায়িত্ব পালন করে আসছিল। পানি সেচ দেয়াকে কেন্দ্র করে গত সোমবার হাজির মোড় নামক স’ানে পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেনের ঘরে একই এলাকার সাইফুল ইসলাম জুয়েল, বাবুল হোসেন, গোলাম মোস-ফা, আমজাদ হোসেন, বাঁধন সহ ক’জন তাকে আটক রেখে গভীর রাত পর্যন- নির্যাতন করে। পরদিন সকালে মাঠের একটি পাটক্ষেতে তার লাশ পাওয়া যায়। নিহত পরিবারের সদস্যরা দাবি করেন গভীর নলকূপের বিরোধের জের ধরে তাছের আলীকে কৌশলে খুন করা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুলাহেল বাকী জানান, ময়না তদনে-র রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস’া নেয়া হবে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …