22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর পত্নীতলায় কৃষকদের বিদ্যুৎ অফিস ঘেরাও

নওগাঁর পত্নীতলায় কৃষকদের বিদ্যুৎ অফিস ঘেরাও

এনবিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলা উপজেলার মহেষপুর, মধইলসহ বেশকিছু এলাকার কৃষকরা বিদ্যুতের দাবীতে গতকাল বুধবার বেলা ১২টায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় কৃষকদের সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা প্রদান করে স’ানীয় নেতা কর্মীরা পরিসি’তি নিয়ন্ত্রণে আনেন। গত কয়েকদিন ধরে এলাকায় আবারো তাপদাহ বেড়ে যাওয়ায় ইরি-বোরো মৌসুমের শেষ মুহূর্তে বিদ্যুতের সঠিক সরবরাহ না পেয়ে জমিতে পানি দিতে না পারায় গামুড় ধান পুড়ে যাওয়ার উপক্রম হওয়ায় মহেষপুর, মধইল, পত্নীতলাসহ উপজেলার কৃষকরা দলবদ্ধ হয়ে পত্নীতলা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা সহ পল্লীবিদ্যুৎতের ডি.জি.এম কৃষকদের বিদ্যুৎ সরবরাহের কথা বুঝিয়ে সঠিকভাবে বিদ্যুৎ দেয়ার আশ্বাস প্রদান করলে পরিসি’তি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …