22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / নওগাঁর পোরশায় বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ: আহত ১০, আটক ২

নওগাঁর পোরশায় বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ: আহত ১০, আটক ২

এন বি এন ডেক্সঃ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বাজারে হরতালের বিএনপি আলীগ সংঘর্ষে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই দলের অনত্মত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ২ জনকে আটক করেছে। আহতদের মধ্যে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ ও থানা যুবদলের সাধারন সম্পাদক আজাহার আলীকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের স’ানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ এর সাথে জড়িত সন্দেহে থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ও মুকুল হোসেন নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
পোরশা উপজেলা বিএনপির সাভাপতি ওহাব শাহ জানান, সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপি ও দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মিরা হরতালের পক্ষে নিতপুর বাজার থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা চত্বরের দিকে পুলিশ বাধা দেয়। এ সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় ওই মিছিলে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের বেদম মারপিট করে। এতে আজাহার আলীসহ তাদের কমপক্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামূল হক জানান জানান, বিএনপি নেতাকর্মিরা মিছিল বের করে আওয়ামীলীগের লোকজনের দোকান-পাট ভাংচূর করার সময় তাতে বাধা দেওয়া হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে আওয়ামীলীগের নেতাকর্মীদের মারপিট করে। এ ঘটনায় যুবলীগ নেতা ওয়াদুদসহ তাদের ৩ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। পোরশা থানার পরিদর্শক (ওসি) এবিএম রেজাউল করিম বিএনপি নেতাদের আটকের কথা স্বীকার করে জানান, পুলিশের বাধা উপেক্ষা করে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসময় সংঘর্ষ এড়াতে ওই দুই নেতাকে আটক করা হয়েছে। ঘটনার পর পোরশা উপজেলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …