এন বি এন ডেক্স: অনলাইন বার্তা সংস্থা নিউজ এজেন্সি টোয়েন্টিফোর এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১১‘ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ সাংবাদিক দম্পতি সাগর রম্ননী সহ সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদনত্ম ও বিচারের দাবীতে ” এক নাগরিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সম্পাদক জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, নৃশংসভাবে সাংবাদিক দম্পতি, সাগর সারওয়ার এবং তার স্ত্রী মেহেরুন রুনি খুন হওয়ার ২ মাস অতিবাহিত হওয়ার পরও সরকার এবং তার প্রশাসন কথার ফুলঝুড়ি ছাড়া কিছুই করতে পারেনি। এর আগে রাজধানীর নয়াপল্টনে নিজ বাসায় প্রবীণ সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রীকে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করা হয় । ফরহাদ দম্পতির মর্মানি-ক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও খুন হলেন সাংবাদিকদের প্রিয়মুখ সাগর-রুনি দম্পতি । বক্তারা বলেন,মহাজোট সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে গত ৩ বছর ১ মাসে ১৪ জন সাংবাদিক খুন হন ! এর মধ্যে রাজধানীসহ বৃহত্তর ঢাকাতেই খুন হয়েছেন ১০ সাংবাদিক । এছাড়া সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন ৪৪০ সাংবাদিক । ২৬৯ জনকে দেয়া হয়েছে হত্যার হুমকি। বক্তারা বলেন, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয় । এর আগে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকাটির বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা । তাদের মতো সারাদেশে ৩৪০ জন সাংবাদিকের ওপর বর্বর হামলা হয়েছে । শুধু হামলা ই নয় হয়েছে হচেছ সাংবাদিকদের উপর অগণিত মামলা।কারনে অকারনে হয়রানি মূলক হাজারটা মামলা ঠুকে দেওয়া হচেছ সাংবাদিকদের নামে প্রতিদিন প্রতিমূহুর্তে ! এক পরিসংখ্যান বলে : সারাদেশের আদালতে মোট মামলার নাকি ২%(শতাংশ) নাকি সাংবাদিকদের উপর করা মামলা !!! চিনত্মা করা যায় ।এছাড়াও ছলে-বলে কৌশলে বিভিন্ন দুর্ঘটনার মধ্যদিয়ে হত্যা করা হচেছ সাংবাদিকদের । দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক এর বাস চাপায় মৃত্যু , দৈনিক প্রানেত্মর তরম্নন সাংবাদিকেরও বাস চাপায় মৃত্যু, এদিকে তারেক মাসুদ ও মিশুক মুনির এর অকাল প্রয়ান এসব কি নির্দেশ করে ?
সভায় বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, সাংবাদিক দম্পতি সাগর রম্ননীর হত্যাকারীদের যদি অবিলম্বে গ্রেফতার করা না হয় ,মুখোশ উন্মোচন করা না হয় তাহলে জনগনকে সঙ্গে নিয়ে নিউজ এজেন্সি টোয়েন্টিফোর দূর্বার আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউজ এজেন্সি টোয়েন্টিফোর সংবাদ কর্মী বদিউজ্জামান রাসেল,আবুল বাশার তালুকদার,ভয়েস অব জিয়া সেনার মনজুর হোসেন প্রমুখ।
Home / জাতীয় সংবাদ / সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদনত্ম ও বিচারের দাবীতে নিউজ এজেন্সি টোয়েন্টিফোরের মানববন্ধন
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …