7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / শিক্ষামন্ত্রীর স্বাক্ষর জাল : ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

শিক্ষামন্ত্রীর স্বাক্ষর জাল : ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

পিরোজপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের স্বাক্ষর ও সীল জাল করায় পিরোজপুরে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোদ মন্ত্রী লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বোথলা গ্রামের আবু তাহের খান বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের (শরীরচর্চা) বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।ওই অভিযোগপত্রে স্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমান খান ও শরীরচর্চা শিক্ষক মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া, প্রশ্নপত্র ফাঁস করে অর্থ হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগ করেন।মহাপরিচালক বরাবরে অভিযোগপত্রে প্রয়োজনীয় ব্যবস্থাসহ প্রস্থাবিত নাম ২টি এমপিওভুক্ত বন্ধ রাখুন লেখা সম্বলিত শিক্ষামন্ত্রীর সুপারিশকৃত স্বাক্ষর ও সীল দেখা যায়।পরবর্তীতে এ বিষয়টি শিক্ষামন্ত্রীর গোচরে আনা হলে তিনি নিজেই তাঁর স্বাক্ষর ও সীল জাল হয়েছে মর্মে মহাপরিচালককে নিশ্চিত করেছেন এবং সেই সঙ্গে মহাপরিচালককে লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ।বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফরের সহকারী পরিচালক এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে অভিযোগকারীর পরিচয়ের সঠিকতা যাঁচাইয়ের নির্দেশ দিয়েছেন।জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, শিগগিরই তদন- করে মহাপরিচালক এর কাছে এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …