19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁয় ট্রাকটর উল্টে কলেজ ছাত্রের মৃত্যু

নওগাঁয় ট্রাকটর উল্টে কলেজ ছাত্রের মৃত্যু

এন বি এন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার নওগাঁ-সান্তাহার সড়কের নতুন সাহাপুর নামক স্থানে সোমবার দুপুরে ট্রাকটর উল্টে সামিউল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সামিউল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢেকড়া গ্রামের মহব্বত আলীর ছেলে। তিনি খুলনা শহরের একটি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়তেন। স্থানীয়রা জানায়,‘দাদির ওষুধ নিতে সামিউল সাইকেল চালিয়ে সান্তাহার শহরে যাচ্ছিলেন। এসময় নওগাঁ গামী নম্বর বিহীন রড বোঝাই ট্রাকটরটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের দিক থেকে তাকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সামিউল মারা যান। নওগাঁ সদর মডেল থানার এস, আই খলিলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ঘটনার পর ট্রাকটরের চালক-হেলপার পালিয়ে গেছে। তবে, ট্রাকটরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।#

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …