কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় জেলা প্রশাসনের উদ্দ্যোগে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন সংগঠন পাপেট, হাতি, ঘোড়া, গরুর গাড়ী সহ বিভিন্ন শিল্পকর্মের প্রতিকৃতি বহন করে। বর্ষবরণ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট পৃথক ভাবে মঙ্গলশোভাযাত্রা ও ভোর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গল শোভা যাত্রার উদ্ভোধন করেন জোটের আহবায়ক শ্যামল ভৌমিক। এ ছাড়াও বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে র্যালী, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উপজেলা সদরের উপজেলা চত্ত্বরে এবং বিজিবি’র বিজিবি ক্যাম্পে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …