এন বি এন ডেক্সঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামীন ঐতিহ্যের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা, পান্তা উৎসবের মধ্য দিয়ে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার সকালে পুরাতন কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে শোভাযাত্রার নেতৃত্ব দেন, শাহিন মনোয়ারা হক এমপি। জেলা প্রশাসনের আয়োজনে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার ফ্রেষ্টুন উড়িয়ে উদ্ধোধন করেন, প্রধান অতিথি ও জেলা প্রশাসক। পরে মুক্ত মঞ্চে জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, পৌর মেয়র নজমুল হক সনি, অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় ভূষন পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক ও সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম প্রমুখ। পুরাতন কালেকটরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে পানত্মা উৎসব অনুষ্টিত হয়। এছাড়া জেলা পর্যায়ের সরকারী, বে-সরকারী সংগঠন বর্ষ বরণ পরিষদ, জাতীয় বরীন্দ্র সঙ্গীত সন্মিলন পরিষদ, চকএনায়েত যুবক সমিতি, ন্যাশনাল প্রি কাডেট স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা বয়সের সাধারন মানুষ গ্রামীন ঐতিহ্যের সাজে সজ্জিত হয়ে শহরের বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। পরে বষবরনের উদ্যোগে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ও বরীন্দ্র সংগীত সন্মিলন পরিষদের উদ্যোগে সমবায় অফিস চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …