এন বি এন ডেক্সঃ কমিউনিটি পুলিশিং সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, কমিউনিটি পুলিশিং ফোরাম-এর সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা দেয়া, একটি সুস’ ও শানি-পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সাধারণ জনগণ ও পুলিশ প্রশাসন একত্রে কাজ করার গুরুত্ব তুলে ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে নওগাঁয় কমিউনিটি পুলিশিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। মঙ্গলবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে ইউএসএআইডি ও দি এশিয়া ফাউন্ডেশানের এবং যুক্তরাষ্ট্র দুতাবাস বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশান প্রোগ্রামস এর সহযোগিতায় জেলা পুলিশ প্রশাসন এর আয়োজন করে। পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ জামান, অধ্যক্ষ অধ্যাপক শরীফুল ইসলাম খাঁন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করেন। সভায় জেলার ১৬টি স্কুল ও মাদ্রাসা থেকে ৩২ জন শিক্ষক, ১৬০ জন ছাত্র-ছাত্রী, কমিউনিটি পুলিশিং এর ৪০ জন সদস্য, শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী বেসরকারী কর্মকর্তা ও জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …