এন বি এন ডেক্সঃ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বাজারে গত বুধবার সকাল ৯টার দিকে বখাটে যুবকের ছুরিকাঘাতে আকবর আলী (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বখাটে যুবক দুলালকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি নিতপুর জেলে পাড়া গ্রামের শেখ মজির উদ্দীনের ছেলে। নিহত আকবর আলী উপজেলার নিতপুর জেলে পাড়া গ্রামের মৃত কছির উদ্দীনের ছেলে। আটককৃত যুবক দুলালের দাদা বলে জানা গেছে। স’ানীয়রা জানায়, নিতপুর বাজার থেকে আকবর আলী বাড়ি ফেরার পথে বখাটে দুলাল পেছনদিক থেকে দৌড়ে এসে দাদাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর আকবরকে উদ্ধার করে পোরশা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রেজাউল কারিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশ হেফাজতে নিয়ে ময়না তদনেত্মর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি জানান, নিতপুর বাজারের পাশে বাঙ্গালপাড়া এলাকা থেকে দুলালকে আটক করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধ নিয়ে এই হত্যাকান্ড হতে পারে। আটক দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …