22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর পত্নীতলায় ডাঃ কার্ত্তিক চন্দ্র বসাককে শ্বাসরোধ করে হত্যা

নওগাঁর পত্নীতলায় ডাঃ কার্ত্তিক চন্দ্র বসাককে শ্বাসরোধ করে হত্যা

এন বি এন ডেক্সঃ ক্লিনিকে রোগীর চিকিৎসা দিয়ে বাড়ি ফেরার পথে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ কার্ত্তিক চন্দ্র বসাক (৩৮) মঙ্গলবার রাতে খুন হয়েছেন। গত বুধবার সকাল ১০ টার দিকে জেলার পত্নীতলা উপজেলার গৌড়দিঘী এলাকায় আমাইপুকুর-পত্নীতলা সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চিকিৎসক বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের লোকনাথ বসাকের ছেলে। তিনি ছিলেন অবিবাহিত। ছোট ভাই সুব্রত বসাক জানান, ডাক্তার কার্ত্তিক চন্দ্র বসাক মঙ্গলবার বিকেলে পত্নীতলা উপজেলা সদরের আলফা ক্লিনিকে রোগী দেখতে যান। সন্ধ্যা ৭ টার দিকে সেখান থেকে তিনি মোটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর থেকে মোবাইলে তাকে আর পাওয়া যায় নি। গত বুধবার সকালে গৌড়দিঘী এলাকার লোকজন ডাক্তার কার্ত্তিক বসাকের লাশ দেখতে পেয়ে বাড়ীতে ও থানায় খবর দেয়। দুষকৃতকারীরা তার মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সঙ্গে থাকা অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত বুধবার সকালে গৗড়দিঘী এলাকার লোকজন ডাক্তার বসাকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল ১০টায় ঘটনাস’ল থেকে লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি জানান, লাশ উদ্ধারের সময় মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে। পুলিশের ধারনা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …